৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ৩০তম পর্বে আন্তর্জাতিক বিষয়াবলির ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. রাশিয়ান গোয়েন্দা সংস্থা কেজিবির বর্তমান নাম কী?
ক) সিবিআর
খ) এসভিআর
গ) এফএসবি
ঘ) সিআইএ
২. ‘লি ডাক থো’ কোন দেশের নেতা ছিলেন?
ক) চীন
খ) কম্বোডিয়া
গ) দক্ষিণ কোরিয়া
ঘ) ভিয়েতনাম
৩. ১৯৪৮ সালে স্বাক্ষরিত ব্রাসেলস চুক্তিতে স্বাক্ষরকারী দেশ কয়টি?
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ) ৮
৪. আরবরা প্রথম তেল অবরোধ করে কত সালে?
ক) ১৯৭১
খ) ১৯৭২
গ) ১৯৭৩
ঘ) ১৯৭৪
৫. ‘গ্রিন বিপ্লব’ হয় কোন দেশে?
ক) তিউনিসিয়া
খ) লিবিয়া
গ) সিরিয়া
ঘ) মিসর
৬. বিশ্বের বৃহত্তম উপদ্বীপ কোনটি?
ক) কোরিয়া উপদ্বীপ
খ) মেক্সিকো উপদ্বীপ
গ) নিউগিনি উপদ্বীপ
ঘ) আলাস্কা উপদ্বীপ
৭. ‘হিজবুল্লাহ’ কোন দেশের গেরিলা গোষ্ঠী?
ক) ফিলিস্তিন
খ) ইরান
গ) ইয়েমেন
ঘ) লেবানন
৮. ভারতের সঙ্গে কয়টি দেশের সীমান্ত রয়েছে?
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ) ৮
৯. কসোভো কার উপনিবেশ ছিল?
ক) মন্টিনিগ্রো
খ) বসনিয়া
গ) ক্রোয়েশিয়া
ঘ) সার্বিয়া
১০. পালাউর রাজধানীর নাম কী?
ক) পালিকির
খ) মেলিকিওক
গ) মাজরু
ঘ) ফুনাফুতি
১১. এ পর্যন্ত UNCLOS হয়েছে কয়টি?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
১২. নিচের কোনটি আরব উপদ্বীপের দেশ নয়?
ক) ইরান
খ) সিরিয়া
গ) জর্ডান
ঘ) ওপরের সব কটি
১৩. বসফরাস প্রণালি কাদেরকে সংযুক্ত করেছে?
ক) ইজিয়ান সাগর ও মর্মর সাগর
খ) কৃষ্ণসাগর ও মর্মর সাগর
গ) আরব সাগর ও কৃষ্ণসাগর
ঘ) ওমান সাগর ও আরব সাগর
১৪. জেনেভা কনভেনশনের চারটি চুক্তির প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
ক) ১৮৬৪
খ) ১৮৬৮
গ) ১৮৭২
ঘ) ১৭৮৯
১৫. ডমিনিয়ন থেকে সর্বশেষ মুক্ত হয় কোন দেশ?
ক) ফিজি
খ) কানাডা
গ) বার্বাডোজ
ঘ) অস্ট্রেলিয়া
১৬. কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হয় কত সালে?
ক) ২০১৬
খ) ২০২০
গ) ২০২৩
ঘ) ২০২৪
১৭. গ্রিন হাউস গ্যাসের ভেতর বেশি পরিমাণে আছে কোনটি?
ক) কার্বন মনোক্সাইড
খ) ক্লোরোফ্লোরো কার্বন
গ) মিথেন
ঘ) কার্বন ডাই–অক্সাইড
১৮. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কয়টি?
ক) ৬
খ) ৮
গ) ১০
ঘ) ১১
১৯. ব্রিকসের সদস্যসংখ্যা কয়টি?
ক) ৫
খ) ৯
গ) ১০
ঘ) ১১
২০. এসকাপের সদর দপ্তর কোথায়?
ক) থাইল্যান্ড
খ) চীন
গ) ফিলিপাইন
ঘ) মিয়ানমার
১. গ। ২. ঘ। ৩. ক। ৪. গ। ৫. খ। ৬. ঘ। ৭. ঘ। ৮. খ। ৯. ঘ। ১০. খ।
১১. গ। ১২. ঘ। ১৩. খ। ১৪. ক। ১৫. গ। ১৬. খ। ১৭. ঘ। ১৮. গ। ১৯. গ। ২০. ক।