সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ইতিমধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ৪১তম পর্বে বাংলা বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন মো. হোসাইন আলী।
১. ভাষার মূল উপাদান কোনটি?
ক) বর্ণ
খ) শব্দ
গ) ধ্বনি
ঘ) বাক্য
২. ‘বাংলাদেশ’ শব্দে কতটি অক্ষর?
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়
৩. স্বরভক্তির অপর নাম কী?
ক) অভিশ্রুতি
খ) অন্ত্যস্বরাগম
গ) অপিনিহিতি
ঘ) বিপ্রকর্ষ
৪. সন্ধিবিচ্ছেদ করুন—‘ক্ষুৎপিপাসা’
ক) ক্ষুধা + পিপাসা
খ) ক্ষুধ্ + পিপাসা
গ) ক্ষুৎ + পিপাসা
ঘ) কোনোটিই নয়
৫. শুদ্ধ বানান কোনটি?
ক) পিপীলিকা
খ) বুদ্ধিজীবি
গ) অগ্নাশয়
ঘ) অন্তস্বত্তা
৬. ‘আদালত’ শব্দটি কোন ভাষার শব্দ?
ক) বাংলা
খ) আরবি
গ) পর্তুগিজ
ঘ) ফারসি
৭. নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ?
ক) অনিল
খ) সমীরণ
গ) পাবক
ঘ) ভানু
৮. ‘ঐহিক’–এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) নকল
খ) ঈদৃশ
গ) পারত্রিক
ঘ) আকস্মিক
৯. নিচের কোনটি যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দ?
ক) বই-টই
খ) আয়-ব্যয়
গ) ঝম্ ঝম্
ঘ) ঠা ঠা
১০. ‘তেলেভাজা’ কোন সমাস?
ক) বহুব্রীহি
খ) তৎপুরুষ
গ) দ্বন্দ্ব
ঘ) কর্মধারয়
১১. ‘মুক্তি’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) √মুচ্ + ক্তি
খ) √মুহ্ + ক্তি
গ) √মুক্ + ক্তি
ঘ) √মৃচ্ + ক্তি
১২. ‘লোকটি দরিদ্র কিন্তু সৎ’ এ বাক্যে ‘কিন্তু’ পদটি হলো—
ক) সংযোজক অব্যয়
খ) অনন্বয়ী অব্যয়
গ) অনুকার অব্যয়
ঘ) সংকোচক অব্যয়
১৩. ‘অর্থ অনর্থ ঘটায়’ এ বাক্যে ‘অনর্থ’ কোন কারক?
ক) কর্তৃকারক
খ) অপাদান কারক
গ) কর্মকারক
ঘ) অধিকরণ কারক
১৪. কোন বাক্যটি শুদ্ধ নয়?
ক) আপনি সপরিবারে আমন্ত্রিত।
খ) ইহার আবশ্যকতা নাই।
গ) লোকটি নিরপরাধী।
ঘ) অন্ধজনে দেহ আলো।
১৫. ‘পত্রপাঠ’ বাগ্ধারাটির অর্থ কী?
ক) অবিলম্ব
খ) গোপন চুক্তি
গ) বৃহৎ ব্যাপার
ঘ) দীর্ঘস্থায়ী
১৬. চর্যাপদ মূলত—
ক) কবিতার সংকলন
খ) দেবী বন্দনা
গ) গানের সংকলন
ঘ) প্রবন্ধের সংকলন
১৭. বাংলা গদ্যের জনক কে?
ক) প্রমথ চৌধুরী
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) উইলিয়াম কেরি
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
১৮. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি?
ক) মৃত্যুক্ষুধা
খ) বাঁধনহারা
গ) কুহেলিকা
ঘ) জীবনক্ষুধা
১৯. জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
ক) ধূসর পাণ্ডুলিপি
খ) কবিতার কথা
গ) ঝরা পালকের কবি
ঘ) দুর্দিনের যাত্রী
২০. ‘কপোতাক্ষ নদ’ কবিতার রচয়িতা কে?
ক) হুমায়ুন আজাদ
খ) সমরেশ মজুমদার
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
১. গ। ২. ক। ৩. ঘ। ৪. খ। ৫. ক। ৬. খ। ৭. গ। ৮. গ। ৯. ক। ১০. খ।
১১. ক। ১২. ঘ। ১৩. গ। ১৪. গ। ১৫. ক। ১৬. গ। ১৭. খ। ১৮. ঘ। ১৯. খ। ২০. ঘ।