৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৬

মডেল: রিয়া ও ইয়াসফি
ছবি: খালেদ সরকার

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। যেহেতু প্রিলিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। আজ রোববার নিয়মিত আয়োজনের ১৬তম পর্বে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. ‘সুবর্ণ মধ্যক’ ধারণার প্রবক্তা কে?
ক. অ্যারিস্টটল
খ. প্লেটো
গ. হবস
ঘ. জন লক

২. সামাজিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান কোনটি?
ক. রাজনীতিচর্চা
খ. সামাজিক সাম্য
গ. শ্রমের মর্যাদা
ঘ. আইনের অপপ্রয়োগ

৩. জাতীয় শুদ্ধাচার প্রতিষ্ঠার কৌশল বাস্তবায়নের জন্য চিহ্নিত ১০টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক. সরকারি কর্ম কমিশন
খ. নির্বাচন কমিশন
গ. দুর্নীতি দমন কমিশন
ঘ. গণমাধ্যম

৪. কোন প্রত্যয়টি বিশ্বব্যাংকের ‘প্রেসক্রিপশন’ নামে পরিচিত?
ক. সুশাসন
খ. মূল্যবোধ
গ. নৈতিকতা
ঘ. গণতন্ত্র

৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘মানুষের ওপর মানুষের শোষণ থেকে মুক্ত ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজলাভ নিশ্চিতকরণ’-এর কথা বর্ণিত রয়েছে?
ক. ৭
খ. ১১
গ. ৯
ঘ. ১০

৬. ‘The Web of Government’ গ্রন্থটি কার লেখা?
ক. ম্যাকাইভার
খ. লিকক
গ. ডাইসি
ঘ. ব্রাইস

৭. মানুষের আচরণ বিচারের মানদণ্ডকে কী বলা হয়?
ক. সামাজিক মূল্যবোধ
খ. রাজনৈতিক মূল্যবোধ
গ. নৈতিক মূল্যবোধ
ঘ. ধর্মীয় মূল্যবোধ

৮. সরকার ও জনগণের স্বার্থকে এক সুতোয় বাঁধার নাম কী?
ক. মূল্যবোধ
খ. সুশাসন
গ. গণতন্ত্র
ঘ. অর্থনৈতিক উন্নতি

৯. ইউএনডিপির দৃষ্টিতে ‘গভর্ন্যান্স’ মূলত কী?
ক. ক্ষমতার ব্যবহার
খ. জনগণের সুষ্ঠু চাহিদা
গ. কর্তৃত্বের চর্চা
ঘ. জনগণের বৈধ অধিকার

১০. সুশাসন জনপ্রশাসনের একটি
ক. সংস্কৃতি
খ. নব্য সংস্কৃতি
গ. প্রাচীন সংস্কৃতি
ঘ. সহায়ক সংস্কৃতি

১১. শাসন তখনই ভালো বা সুশাসন হয়, যখন তা নিঃস্ব ও সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপকার সাধন করে। এটি কার বক্তব্য?
ক. UNO
খ. FAO
গ. UNDP
ঘ. UNESCO

১২. ‘আইনের অনুশাসন’ কথাটি প্রথম কে ব্যবহার করেন?
ক. অমর্ত্য সেন
খ. প্লেটো
গ. অধ্যাপক গার্নার
ঘ. অধ্যাপক ডাইসি

১৩. সভ্য সমাজের মানদণ্ড কী?
ক. আইনের শাসন
খ. সংবিধান
গ. বিচারব্যবস্থা
ঘ. গণতন্ত্র

১৪. সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের সর্বাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র কোনটি?
ক. বিচার বিভাগ
খ. আমলাতন্ত্র
গ. দুর্নীতি দমন
ঘ. স্থানীয় সরকার

১৫. ইউরোপিয়ান কমিশন সুশাসন নিশ্চিত করতে কোনটি প্রকাশ করে?
ক. কমন পত্র
খ. সবুজ পত্র
গ. শ্বেত পত্র
ঘ. কাল পত্র

১৬. ক্ষমতার ভারসাম্য নীতি কোন দেশে অনুসরণ করা হয়?
ক. যুক্তরাজ্য
খ. স্পেন
গ. ভারত
ঘ. যুক্তরাষ্ট্র

১৭. কীসের অভাবে সরকারি, সম্পদের অপচয়ের পাশাপাশি রাষ্ট্রের স্বার্থ পরিপন্থী নীতিনির্ধারণের প্রবণতা ছিল?
ক. স্বচ্ছতা
খ. আইন
গ. পরিকল্পনা
ঘ. সুশাসন

১৮. ‘সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে।’—কার অভিমত?
ক. UNESCO
খ. IMF
গ. UN
ঘ. UNDP

১৯. ‘IDA’ সুশাসনের কতটি উপাদান চিহ্নিত করেছে?
ক. ৪টি
খ. ৯টি
গ. ৭টি
ঘ. ১০টি

২০. সুখবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয়সাধনকারী মতবাদ কোনটি?
ক. বিচারবাদ
খ. উপযোগবাদ
গ. পূর্ণতাবাদ
ঘ. জ্ঞানবাদ

মডেল টেস্ট-১৬ (নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন) এর উত্তর

১. ক। ২. গ। ৩. ঘ। ৪. ক । ৫. ঘ । ৬. ক । ৭. ক। ৮. খ। ৯. গ। ১০. খ।
১১. গ। ১২. ঘ। ১৩. ক। ১৪. গ। ১৫. গ। ১৬. ঘ। ১৭. ঘ। ১৮. ঘ। ১৯. ক। ২০. গ।