৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ২৪তম পর্বে বাংলা ভাষা বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
ক. অনটন
খ. প্রাতঃরাশ
গ. দুরবস্থা
ঘ. অদ্যাবধি
২. কোন বাক্যটি শুদ্ধ?
ক. নীরোগ লোক যথার্থ সুখী।
খ. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেয়।
গ. আমার আর বাঁচিবার স্বাদ নাই।
ঘ. তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন।
৩. স্বরসংগতির উদাহরণ কোনটি?
ক. হইবে > হবে
খ. রাত্রি > রাইত
গ. দেশী > দিশী
ঘ. জাইল্যা > জেলে
৪. বিশেষণের অতিশায়নের উদাহরণ কোনটি?
ক. ধীরে ধীরে বাতাস বহে।
খ. রকেট অতি দ্রুত চলে।
গ. মেঘনা বাংলাদেশের বৃহত্তম নদী।
ঘ. বাতাস ধীরে বইছে।
৫. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
ক. যোগ্যতা
খ. আকাঙ্ক্ষা
গ. আসক্তি
ঘ. আসত্তি
৬. কোনটি যোগরূঢ় শব্দ?
ক. সরোজ
খ. সন্দেশ
গ. গায়ক
ঘ. মিতালি
৭. ‘Foreign Exchange’-এর বাংলা পরিভাষা কোনটি?
ক. বৈদেশিক মুদ্রা
খ. বৈদেশিক নীতি
গ. বৈদেশিক বাণিজ্য
ঘ. বৈদেশিক বিনিময়
৮. ‘তন্বী’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. তন্ব + ঈ
খ. তন্ব +ই
গ. তনু + ই
ঘ. তনু + ঈ
৯. নির্ধারক বিশেষণের উদাহরণ কোনটি?
ক. চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা।
খ. সত্যই তুমি মহান উদার বাদশা আলমগীর।
গ. হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে।
ঘ. রাশি রাশি ভারা ভারা, ধান কাটা হলো সারা।
১০. ‘ঢেউ’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. অম্বর
খ. বীচি
গ. সরিৎ
ঘ. চপলা
১১. ‘মেছো’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. মাছ + ও
খ. মেছ + ও
গ. মাছ+উয়া > ও
ঘ. মাছি+উয়া > ও
১২. ‘আশীবিষ’ কোন সমাসের উদাহরণ?
ক. তৎপুরুষ
খ. বহুব্রীহি
গ. অব্যয়ীভাব
ঘ. কর্মধারয়
১৩. ‘আমার হৃদয়- মন্দিরে আশার বীজ উপ্ত হলো।’ ভাষার বিচারে বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক. দুর্বোধ্যতা
খ. বাহুল্য দোষ
গ. উপমার ভুল প্রয়োগ
ঘ. গুরুচণ্ডালী দোষ
১৪. ‘কাঁচামিঠা’ কোন সমাসের উদাহরণ?
ক. তৎপুরুষ
খ. বহুব্রীহি
গ. অব্যয়ীভাব
ঘ. কর্মধারয়
১৫. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনির কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৬টি
ঘ. ৭টি
১৬. নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. জ
খ. ভ
গ. থ
ঘ. দ
১৭. ‘জিলাপির প্যাঁচ’ বাগধারাটির অর্থ কী?
ক. কুটিলতা
খ. অসম্ভব বস্তু
গ. অর্থের অহংকার
ঘ. মন্দভাগ্য
১৮. ‘হৃদ্যতা’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. সফলতা
খ. নৈতিকতা
গ. কপটতা
ঘ. নীরবতা
১৯. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক. বিপরীত
খ. নিকৃষ্ট
গ. বিকৃত
ঘ. অভাব
২০. ‘স্থায়ী ঠিকানা নেই যার’ এককথায় প্রকাশ কোনটি শুদ্ধ?
ক. বস্তিবাসী
খ. টোকাই
গ. ঠিকানাবিহীন
ঘ. উদ্বাস্তু
মডেল টেস্ট ২৪-এর উত্তর
১. খ। ২. ক। ৩. গ। ৪. গ। ৫. গ। ৬. ক। ৭. ক। ৮. ঘ। ৯. ঘ। ১০. খ।
১১. গ ১২. খ। ১৩. গ । ১৪. ঘ । ১৫. ক। ১৬. খ। ১৭. ক। ১৮. গ। ১৯. ক। ২০. ঘ ।