প্রাথমিকে শিক্ষক নিয়োগ

সফলদের অভিজ্ঞতায় মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে করণীয়

মৌখিক পরীক্ষার আগে নিজের জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে রাখুন
ছবি: প্রথম আলো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের মৌখিক পরীক্ষা গত রোববার শুরু হয়েছে। পরীক্ষা চলবে আগামী আগস্ট পর্যন্ত। প্রথম ধাপে ২২ জেলায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একেকটি উপজেলায় প্রতিদিন ৪০ থেকে ৭০ জনের পরীক্ষা নেওয়া হচ্ছে।

গত কয়েক দিনে মৌখিক পরীক্ষা দিয়েছেন এমন কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, মৌখিক পরীক্ষায় পদ্মা সেতু সম্পর্কে কমপক্ষে একটি করে প্রশ্ন করা হয়েছে। এ ছাড়া নিজের নামের অর্থ, জেলার নাম ও জেলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে।

তাই সামনে যাঁদের মৌখিক পরীক্ষা, তাঁরা ভাইভা বোর্ডে যাওয়ার আগে নিজের জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য ও নামকরণের ইতিহাস জেনে রাখুন। আপনার জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম ও মুক্তিযুদ্ধের সময় আপনার এলাকা কত নম্বর সেক্টরে ছিল, তা জানতে হবে। নিজের জেলা কী কারণে বিখ্যাত সেটাও পড়ুন। জেলার বিখ্যাত বা দর্শনীয় স্থান সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখুন।

এ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান সরকারের সাফল্য নিয়ে প্রশ্ন করা হয়েছে। বঙ্গবন্ধু রচিত তিনটি বই অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন কয়েকবার পড়ে নিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের সফলতা ও অর্জনগুলো বিস্তারিত জেনে যাবেন।

বর্তমান সরকারের ভিশন-২০৪১, ডেলটা প্ল্যান-২১০০, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মুজিব বর্ষ, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী, এসডিজি, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ও মন্ত্রিসভার সদস্যদের সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এসব বিষয় খাতায় লিখে বারবার অনুশীলন করতে হবে।

যে দিন আপনার পরীক্ষা, সেই দিনের বাংলা তারিখ ও মাস জেনে যাবেন। সেই দিনে বিশেষ কোনো দিবস থাকলে অবশ্যই জানা থাকতে হবে। ওই দিনের জাতীয় পত্রিকাগুলো পড়ে যাবেন। তাহলে বিশেষ কোনো ঘটনা থাকলে, সেটা নিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন। এ ছাড়া প্রাথমিক শিক্ষা নিয়ে যাবতীয় তথ্য মাথায় রাখতে হবে।

ইংরেজির ছোট অনুবাদ বা প্রবাদ জিজ্ঞাসা করতে পারে। ইংরেজিতে নিজের সম্পর্কে ও শিক্ষকতা পেশা সম্পর্কে ইংরেজিতে বলা বাসায় অনুশীলন করে নিন। বাংলা সাহিত্য, বিখ্যাত লেখক, কবি ও তাঁদের কর্ম সম্পর্কে বিশদ ধারণা রাখুন। কারণ, মৌখিক পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। আপনাকে যেকোনো বিষয়ে জিজ্ঞাসা করতে পারে। তাই সম্ভাব্য সব বিষয়ে প্রস্তুতি রাখুন।

নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। কারণ, ভাইভা বোর্ডে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করাটা বেশি জরুরি। আপনি সব জানার পরও যদি ভাইভা বোর্ডে কথা বলতে গিয়ে আপনার গলা কাঁপে তাহলে পরীক্ষকেরা আপনার ওপর অসন্তুষ্ট হতে পারেন। কোনো প্রশ্নের উত্তর দিতে না পারলে দুঃখিত বলুন। ভুলেও তর্কে জড়াবেন না। পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুমিয়ে নিন।

মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা-১

শায়েখ আহমেদ, সহকারী শিক্ষক

রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালবাগ, ঢাকা।

সালাম দিয়ে ভেতরে প্রবেশ করার পর পরীক্ষক বসার অনুমতি দিলেন।

পরীক্ষক: বসুন,আপনার নাম কী?

প্রার্থী: শায়েখ আহমেদ।

পরীক্ষক: আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন?

প্রার্থী: উদ্ভিদবিজ্ঞানে।

পরীক্ষক: আচ্ছা, বলুন তো উদ্ভিদবিজ্ঞানের জনক কে?

প্রার্থী: থিয়োফ্রাস্টাস।

পরীক্ষক: কাঁঠালের বৈজ্ঞানিক নাম লিখুন?

প্রার্থী: লিখলাম (Artocarpus heterophyllus)

পরীক্ষক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম কী?

প্রার্থী: মো. জাকির হোসেন।

পরীক্ষক: ডিপিএড–এর পূর্ণরূপ বলেন?

প্রার্থী: ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন।

পরীক্ষক: করোনাকালে সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিওতে প্রাথমিকের পাঠ সম্প্রচার কার্যক্রম পরিচালনার নাম কী?

প্রার্থী: ঘরে বসে শিখি।

পরীক্ষক: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে?

প্রার্থী: ৩০ অক্টোবর ২০১৭।

পরীক্ষক: পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?

প্রার্থী: পদ্মা বহুমুখী সেতু।

পরীক্ষক: পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?

প্রার্থী: দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার, প্রস্থ ১৮.১০ মিটার।

পরীক্ষক: কাজী নজরুল ইসলামের কোন কবিতাটি শতবর্ষ পূর্ণ করেছে?

প্রার্থী: বিদ্রোহী কবিতা।

পরীক্ষক: আবৃত্তি করুন?

প্রার্থী: আবৃত্তি করলাম।

পরীক্ষক: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস কবে পালিত হয়?

প্রার্থী: ১২ জুন।

পরীক্ষক: বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?

প্রার্থী: ১৯৭৪ সালে।

পরীক্ষক: SDG কী? লক্ষ্য কতটি?

প্রার্থী: জাতিসংঘ গৃহীত বিশ্বব্যাপী একটি উন্নয়ন লক্ষ্যমাত্রা। SDG–এর পূর্ণরূপ হচ্ছে Sustainable Development Goal। লক্ষ্য ১৭টি।

পরীক্ষক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কী?

প্রার্থী: রোসাটম, রাশিয়া।

পরীক্ষক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কবে, কতটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন?

প্রার্থী: ১৯৭৩ সালে; ৩৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয়।

পরীক্ষক: জাতির জনকের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করার কথা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে?

প্রার্থী: ৪(ক) অনুচ্ছেদে।

পরীক্ষক: স্ক্যাফোল্ডিং (Scaffolding) কী?

প্রার্থী: স্ক্যাফোল্ডিং হলো শিশুর কোনো সমস্যার সমাধান বা উত্তরণের জন্য প্রদত্ত ধারাবাহিক সহায়তা, যা শিশুর অবস্থান বুঝে ধাপে ধাপে বিশেষ প্রক্রিয়ায় প্রদান করা হয়। যেখানে শিশুর সঙ্গে বড়দের কাজ করার বা সহায়তার কথা বলা রয়েছে।

পরীক্ষক: দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পটি চালু হয় কত সালে?

প্রার্থী: ২০১০ সালে।

পরীক্ষক: কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাথমিক নকশা প্রণয়নের জন্য কোন নারী চিত্রশিল্পী জড়িত ছিলেন?

প্রার্থী: শিল্পী নভেরা আহমেদ।

পরীক্ষক: প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতা কয়টি?

প্রার্থী: ২৯টি।

পরীক্ষক: ঠিক আছে, আপনি এবার আসতে পারেন।

প্রার্থী: ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।