সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী শুক্রবার ২২ জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের প্রথম পর্বের এই মডেল টেস্ট তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
মডেল টেস্ট–১ এর উত্তর
১.ক ২.খ ৩.ক ৪.গ ৫.গ ৬.গ ৭.ঘ ৮.খ ৯.ক ১০.গ
১১.খ ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.ঘ ১৭.খ ১৮.ক ১৯.গ ২০.ঘ
২১.গ ২২.ঘ ২৩.গ ২৪.ক ২৫.ঘ ২৬.গ ২৭.ক ২৮.ঘ ২৯.খ ৩০.খ
৩১.ঘ ৩২.গ ৩৩.ঘ ৩৪.ঘ ৩৫.খ ৩৬.গ ৩৭.খ ৩৮.খ ৩৯.খ ৪০.গ
৪১.ঘ ৪২.ক ৪৩.ঘ ৪৪.ক ৪৫.ঘ ৪৬.খ ৪৭.ঘ ৪৮.ক ৪৯.গ ৫০.ঘ
৫১.খ ৫২.খ ৫৩.খ ৫৪.গ ৫৫.ক ৫৬.ঘ ৫৭.ঘ ৫৮.ঘ ৫৯.ক ৬০.ঘ
৬১.খ ৬২.ক ৬৩.খ ৬৪.খ ৬৫.ক ৬৬.খ ৬৭.খ ৬৮.গ ৬৯.ক ৭০.গ
৭১.খ ৭২.গ ৭৩.ঘ ৭৪.খ ৭৫.খ ৭৬.ঘ ৭৭.ঘ ৭৮.গ ৭৯.ক ৮০.ক