সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল এরই মধ্যে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা ২০ মে ও তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের নবম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
১. ছত্রাকের জীবনরহস্য উদ্ভাবন করেন—
ক) ফরিদুল আলম
খ) শহিদুল আলম
গ) মাকসুদুল আলম
ঘ) শরিফুল আলম
২. ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত?
ক) সংবাদপত্রের জন্য
খ) শেয়ারবাজারের জন্য
গ) ওষুধের জন্য বিখ্যাত
ঘ) ক্রিকেটের জন্য
৩. ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান করার গেজেট প্রকাশিত হয় কবে?
ক) ২ মার্চ ২০২২
খ) ৭ মার্চ ২০২২
গ) ১৭ মার্চ ২০২২
ঘ) ২৬ মার্চ ২০২২
৪. বিশ্বের প্রথম দেশ হিসেবে প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা করে?
ক) মালদ্বীপ
খ) নেপাল
গ) ভারত
ঘ) বাংলাদেশ
৫. নিচের কোন ব্যক্তি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নন?
ক) কর্নেল শওকত আলী
খ) সার্জেন্ট জহুরুল হক
গ) লেফটেন্যান্ট আব্দুর রউফ
ঘ) শফিউর রহমান
৬. Costling শব্দটি যে খেলার সঙ্গে সম্পর্কিত?
ক) রেসলিং
খ) ক্যারাটে
গ) দাবা
ঘ) রাগবি
৭. ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতিবিজড়িত জাদুঘর কোনটি?
ক) বঙ্গবন্ধু জাদুঘর
খ) বিজয় কেতন জাদুঘর
গ) বীরশ্রেষ্ঠ জাদুঘর
ঘ) ঢাকা সেনানিবাস জাদুঘর
৮. ব্ল্যাক সেপ্টেম্বর কী?
ক) গোয়েন্দা সংস্থা
খ) গেরিলা সংস্থা
গ) রাজনৈতিক সংস্থা
ঘ) সংবাদ সংস্থা
৯. জার্মানি-ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম কী?
ক) ওডের নিস লাইন
খ) সিগফ্রিড লাইন
গ) সনোরা লাইন
ঘ) ম্যাকনামারা লাইন
১০. ‘শিশুস্বর্গ’ নামে চিত্র অঙ্কন প্রতিষ্ঠান গড়ে তোলেন কে?
ক) এস এম সুলতান
খ) জয়নুল আবেদীন
গ) মোস্তফা মনোয়ার
ঘ) কামরুল হাসান
১১. ‘ফ্লোরিকালচার’ কী?
ক) সবজি–সংক্রান্ত
খ) ফুলচাষ–সংক্রান্ত
গ) ফলচাষ–সংক্রান্ত
ঘ) শসাচাষ–সংক্রান্ত
১২. বাংলার প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে?
ক) বখতিয়ার খিলজি
খ) ফখরুদ্দিন মোবারক শাহ
গ) ইলিয়াস শাহ
ঘ) মুহম্মদ বিন তুঘলক
১৩. কোন দেশকে ধীবরের দেশ বলা হয়?
ক) নরওয়ে
খ) থাইল্যান্ড
গ) ফিলিপাইন
ঘ) চীন
১৪. নাগোরনো-কারাবাখ যে দুটি দেশের করিডর ছিল?
ক) আর্মোনিয়া-রুমানিয়া
খ) রুমানিয়া-আজারবাইজান
গ) আর্মোনিয়া-আজারবাইজান
ঘ) বসনিয়া-রুমানিয়া
১৫. WHO কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৪৮
খ) ১৯৪৯
গ) ১৯৫৯
ঘ) ১৯৫০
১৬. ‘মঙ্গল শোভাযাত্রা’ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেসকোর স্বীকৃতি পেয়েছে কবে?
ক) ২০১৫
খ) ২০১৬
গ) ২০১৭
ঘ) ২০১৮
১৭. ঘোড়ামেলার আয়োজন হয় কোথায়?
ক) সোনারগাঁও
খ) পানগাঁও
গ) গফরগাঁও
ঘ) বালিগাঁও
১৮. ত্রিপুরাদের বর্ষবরণের উৎসবের নাম কী?
ক) বৈসুক
খ) বিজু
গ) সাংগ্রাই
ঘ) বৈসাবি
১৯. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?
ক) সেনেগাল
খ) মিশর
গ) নাইজেরিয়া
ঘ) উগান্ডা
২০. বৈদ্যনাথতলাকে ‘মুজিবনগর’ নামকরণ করেন কে?
ক) তাজউদ্দীন আহমদ
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) ক্যাপ্টেন মনসুর আলী
ঘ) আতাউন গনি ওসমানী
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৯-এর উত্তর
১.গ ২.খ ৩.ক ৪.ঘ ৫.ঘ ৬.গ ৭.ক ৮.খ ৯.খ ১০.ক
১১.খ ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭.ক ১৮.ক ১৯.ক ২০.ক