প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৮

পরীক্ষায় ভালো করতে হলে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে।
ফাইল ছবি: প্রথম আলো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল এরই মধ্যে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা ২০ মে ও তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের অষ্টম পর্বে ইংরেজি বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর

১. Bangladesh has a good ---- in cricket. Choose the right expression for the gap.
ক) prospective
খ) prospect
গ) prospectus
ঘ) prosperous

২. The plural of the word ‘Agendum’ is––
ক) Agendum
খ) Agendases
গ) Agendas
ঘ) Agenda

৩. I need some---, The correct answer is--
ক) advices
খ) advise
গ) advises
ঘ) advice

৪. ‘Muslims fast durning Ramadan’. Here the word ‘fast’ is ----
ক) an adjective
খ) an adverb
গ) a verb
ঘ) a noun

৫. Which of the following sentences is correct?
ক) Neither of the two boys was strong
খ) Neither of the two boys were strong
গ) Neither of the two boy were strong
ঘ) Neither of the two boy was strong

পরীক্ষায় ভালো করতে হলে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে।

৬. Synonym of ‘CHARLATAN’ is ---
ক) Genuine
খ) Wise
গ) Sanguine
ঘ) Imposter

৭. Sabita has ------ her hair a beautiful shade of brown.
ক) colored
খ) given
গ) dried
ঘ) dyed

৮. What is the meaning of the word ‘Statusquo’?
ক) equal status
খ) state affair
গ) high status
ঘ) the former state

৯. Many scientists are stil hoping --- life on another planet.
ক) to have found
খ) to find
গ) to have been found
ঘ) finding

১০. Shamim does not mind ---- with the cooking but he is not going to wash the dishes.
ক) to help
খ) help
গ) helping
ঘ) for helping

১১. I spent ---- with the patient.
ক) sometimes
খ) sometime
গ) some time
ঘ) some times

১২. The --- you worry, the better.
ক) much
খ) more
গ) little
ঘ) less

১৩. Which of the following phrases means to ‘tolerate’?
ক) put up with
খ) put off
গ) put up
ঘ) put down to

১৪. Which one is connected to complaint?
ক) Dodge
খ) Hodge
গ) Lodge
ঘ) Grudge

১৫. Jewel had written the book before he -------
ক) retired
খ) had retired
গ) had been retired
ঘ) has been retired

১৬. What is the verb form of danger?
ক) danger
খ) endanger
গ) dangerous
ঘ) dangerously

১৭. What is the meaning of ‘six of one, and half dozen of another’?
ক) twelve pieces
খ) negligible difference
গ) huge difference
ঘ) countless

১৮. Change the voice: ‘Nobody trusts a traitor’.
ক) A traitor is trusted.
খ) A traitor should not be trusted.
গ) Everybody hates a traitor.
ঘ) A traitor is not trusted by anybody.

১৯. What is the correct indirect form of: He said, ‘You had better see a doctor’.
ক) He advised him to see a doctor.
খ) He advised that he should see a doctor.
গ) He suggested that he had seen a doctor.
ঘ) He proposed to see a doctor.

২০. Which one is incorrect spelling?
ক) Acquiescence
খ) Hullabalo
গ) Connoisseur
ঘ) Blasphemy

বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৮-এর উত্তর
১.খ ২.ঘ ৩.ঘ ৪.গ ৫.ক ৬.ঘ ৭.ঘ ৮.খ ৯.খ ১০.গ ১১.গ
১২.ঘ ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.ঘ ১৯.ক ২০.খ