প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৬

প্রতীকী ছবি: প্রথম আলো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল এরই মধ্যে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা ২০ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ষষ্ঠ পর্বে বাংলা বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর

১. ‘মানুষ’ কবিতায় কাজী নজরুল ইসলাম কোন নামটি উল্লেখ করেননি?
ক) চেঙ্গিস
খ) গজনি মামুদ
গ) কালাপাহাড়
ঘ) লেলিন

২. ‘ভিষকবৃন্দ’ শব্দটির অর্থ কী?
ক) চিকিৎসকবৃন্দ
খ) শিক্ষকবৃন্দ
গ) মন্ত্রীবৃন্দ
ঘ) শ্রমজীবীবৃন্দ

৩. Proletariat সাহিত্য কী?
ক) অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য
খ) দুঃখী রাজাদের করুণ সাহিত্য
গ) শ্রমজীবী মানুষের আনন্দের সাহিত্য
ঘ) সফল রাজাদের গর্বের সাহিত্য

৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী?
ক) প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়
খ) হরিহর কুমার বন্দ্যোপাধ্যায়
গ) প্রবীর কুমার বন্দ্যোপাধ্যায়
ঘ) শ্যামল কুমার বন্দ্যোপাধ্যায়

পরীক্ষায় ভালো করতে হলে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে।

৫. ‘মোটরযোগে রাঁচির সফর’ ভ্রমণকাহিনি কে লিখেছেন?
ক) এস ওয়াজেদ আলি
খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধায়
গ) সৈয়দ মুজতবা আলী
ঘ) মুহাম্মদ শহীদুল্লাহ্

৬. ‘সনেট পঞ্চাশৎ’ কার লেখা?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) কাজী নজরুল ইসলাম
গ) প্রমথ চৌধুরী
ঘ) শামসুর রাহমান

৭. ‘পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির’ এখানে দ্বিরুক্তিটি কোন পদ হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) অব্যয়
ঘ) সর্বনাম

৮. ‘সকল আলেমগণ আজ উপস্থিত’ বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক) গুরুচণ্ডালী দোষ
খ) বাহুল্য দোষ
গ) উপমার ভুল প্রয়োগ
ঘ) দুর্বোধ্যতা দোষ

৯. ‘দায়িত্ব গ্রহণ’ অর্থে কোনটি প্রযোজ্য?
ক) মাথা ধরা
খ) মাথা দেওয়া
গ) মাথা ব্যথা
ঘ) মাথা ঘামানো

১০. ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ?
ক) পর্তুগিজ
খ) ফরাসি
গ) ওলন্দাজ
ঘ) গুজরাটি

১১. ‘যা চিন্তা করা যায় না’ এক কথায় কী হবে?
ক) চিন্তাহীন
খ) অচিন্ত্য
গ) অচিন্তা
ঘ) অচিন্তন

১২. ‘পাতিসনে শিলাতলে পদ্মপাতা’ এখানে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক) আদেশ
খ) উপদেশ
গ) প্রার্থনা
ঘ) অনুরোধ

১৩. ‘কাটিতে কাটিতে ধান এলো বরষা’ এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সূচনা
খ) সমাপ্তি
গ) সমকাল
ঘ) নিরন্তরতা

১৪. সকলের জন্য প্রযোজ্য—এক কথায় কী হবে?
ক) সর্বংসহা
খ) সর্বত্র
গ) সার্বজনীন
ঘ) সর্বজনীন

১৫. ‘প্রাচ্য’ শব্দের বিপরীত শব্দ কী?
ক) প্রাশ্চাত্য
খ) প্রাচীন
গ) প্রতীচ্য
ঘ) প্রতীচী

মডেল: মার্শিয়া

১৬. কুঞ্জর শব্দের অর্থ কী?
ক) খরগোশ
খ) হরিণ
গ) হাতি
ঘ) চুল

১৭. ‘ছিনেজোঁক’ বাগধারাটির সঠিক অর্থ কি?
ক) বেহায়া
খ) নাছোড়বান্দা
গ) নিত্যন্ত অলস
ঘ) যে ধরলে ছাড়ে না

১৮. ‘কায়েতের ঘরের ঢেঁকি’ বাগ্‌ধারার অর্থ কী?
ক) অপদার্থ লোক
খ) একমাত্র কর্মক্ষম ব্যক্তি
গ) অপ্রয়োজনীয় জিনিস
ঘ) গুরুত্বপূর্ণ ব্যক্তি

১৯. ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) মন+ঈষা
খ) মনঃ+ইষা
গ) মনস+ঈষা
ঘ) মনো+ঈষা

২০. কোন বানানটি অশুদ্ধ?
ক) উল্লিখিত
খ) তল্লিখিত
গ) শিরশ্ছেদ
ঘ) তন্নিমিত

বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৬-এর উত্তর
১.ঘ ২.ক ৩.ক ৪.ক ৫.ক ৬.গ ৭.খ ৮.খ ৯.খ ১০.খ
১১.খ ১২.খ ১৩.ঘ ১৪.ঘ ১৫.গ ১৬.গ ১৭.খ ১৮.ক ১৯.গ ২০.ঘ