প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৩

প্রতীকী ছবি: প্রথম আলো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের প্রথম ধাপের লিখিত পরীক্ষা এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০ মে ও তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের তৃতীয় পর্বে গণিত বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর

১. দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৫১। সংখ্যা দুটি কী?

ক) ২৫, ২৬

খ) ২৩, ২৪

গ) ২১, ২২

ঘ) ২২, ২৩

২. ১২টি আপেলের ক্রয়মূল্য ৮টি আপেলের বিক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত?

ক) ৫৫%

খ) ৬০%

গ) ৫০%

ঘ) ৭৫%

৩. ত্রিভুজের দুটি কোণের অনুপাত ২: ৩। একটি কোণ ৭৫ ডিগ্রি হলে, অন্য দুটি কোণের পরিমাণ কত ডিগ্রি?

ক) ৪০, ৬০

খ) ৪২, ৬৩

গ) ৪১, ৬৩

ঘ) ৪৩, ৬৩

৪. ১, ২, ৮, ৪৮, ৩৮৪,...? শূন্যস্থানে কোন পদটি বসবে?

ক) ৩৮৪

খ) ৩৮৪০

গ) ৩৮৪৫

ঘ) ২৮৪০

৫. ৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?

ক) ৫৮

খ) ৬৮

গ) ৬২

ঘ) ৪২

মডেল: মার্শিয়া

৬. দুই সংখ্যার অনুপাত ৪: ৩ এবং সংখ্যাগুলোর গসাগু ৪ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

ক) ৬

খ) ১২

গ) ৮

ঘ) ১৬

৭. শতকরা বার্ষিক ৭ টাকা হার সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?

ক) ২০০ টাকা

খ) ১০০ টাকা

গ) ৩০০ টাকা

ঘ) ২৭৩ টাকা

৮. পনির ও তপনের আয়ের অনুপাত ৪: ৩। তপন ও রবিনের অনুপাত ৫: ৪। পনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?

ক) ৩৬ টাকা

খ) ১২টাকা

গ) ৭২ টাকা

ঘ) ৮৪ টাকা

৯. ১২০ কেজি চালে ১০ জন লোকের ২৭ দিন এবং ১০ জন লোকের ৪৫ দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে?

ক) ২০০ কেজি

খ) ৪০০ কেজি

গ) ৫০০ কেজি

ঘ) ৬০০ কেজি

১০. X+Y=12, X-Y=2 হলে XY এর মান কত?

ক) 27

খ) 72

গ) 35

ঘ) 30

১১. কোনো সংখ্যা ও তার বিপরীত ভগ্নাংশের যোগফল সমান ৩ হলে প্রতিটির বর্গের যোগফল কত হবে?

ক) ২

খ) ৭

গ) ১৪

ঘ) ১

১২. যদি X+5Y=16 ও X=3Y হয়, তাহলে Y= কত?

ক) -24

খ) 2

গ) 8

ঘ) 2

১৩. ১+৩+৫+...+৩১ = কত?

ক) ২৩৪

খ) ২৫৬

গ) ৩২৪

ঘ) ৩৪২

১৪. ৫ একক ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা-এর লম্ব দূরত্ব ৪ হলে জ্যা-এর দৈর্ঘ্য কত?

ক) ২ একক

খ) ৩ একক

গ) ৬ একক

ঘ) ৮ একক

১৫. ০.৪×০.০২×০.০৮ =?

ক) ০.৬৪

খ) ০.০৬৪

গ) ০.০০০৬৪

ঘ) ৬.৪

১৬. একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটি কর্ণের অনুপাত কত হবে?

ক) ১: ২

খ) ৫: ২

গ) ২: ১

ঘ) ৪: ১

১৭. ১ থেকে ৭৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?

ক) ২৫

খ) ৩০

গ) ৪০

ঘ) ৮০

১৮. অঞ্জন প্রতি ৩ ঘণ্টায় ৯ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘণ্টা লাগবে?

ক) ১২ ঘণ্টা

খ) ২৪ ঘণ্টা

গ) ৩৬ ঘণ্টা

ঘ) ৪৮ ঘণ্টা

১৯. কোনো সেনাবাহিনীতে যদি আরও ১১ জন সৈন্য নিয়োগ করা যেত, তবে তাদের ২০, ৩০, ৪০, ৫০, ৬০ সারিতে দাঁড় করানো যেত। ওই সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল?

ক) ৫৮৮ জন

খ) ৫৯২ জন

গ) ৫৯০জন

ঘ) ৫৮৯ জন

২০. টাকায় ১৫টি দরে আমলকী ক্রয় করে ২৫% লাভে বিক্রয় করলে টাকায় কয়টি আমলকী বিক্রয় করতে পারবে?

ক) ৮টি

খ) ১০টি

গ) ১২টি

ঘ) ১৪টি

বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৩-এর উত্তর

১.ক ২.গ ৩.খ ৪.খ ৫.ক ৬.ঘ ৭.ঘ ৮.গ ৯.ক ১০.গ

১১.ঘ ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.গ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.ঘ ২০.গ