সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের প্রথম ধাপের লিখিত পরীক্ষা এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০ মে ও তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের দ্বিতীয় পর্বে বাংলা বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
১. ফুলে ফুলে ঘর ভরেছে—এই বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকের কোন বিভক্তি?
ক) কর্মে সপ্তমী
খ) করণে সপ্তমী
গ) অধিকরণে সপ্তমী
ঘ) অপাদানে সপ্তমী
২. ‘শুক’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক) শারি
খ) সারী
গ) সাড়ী
ঘ) শারী
৩. ‘পশু+অধম’–এর শুদ্ধ সন্ধি কী?
ক) পশ্বধম
খ) পশ্বাধম
গ) পশুধম
ঘ) পশাধম
৪. ‘ঘরজামাই’ শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) ঘরে থাকা জামাই
খ) ঘরের জামাই
গ) ঘরে আশ্রিত জামাই
ঘ) ঘরের মতো জামাই
৫. ‘শান্তি’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) শাম্+তি
খ) শম্+তি
গ) শান্ত+ই
ঘ) শম্+ক্তি
৬. ‘মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে’ এখানে ‘আনচান’ কোন উপসর্গযোগে গঠিত শব্দ?
ক) বাংলা
খ) সংস্কৃত
গ) হিন্দি
ঘ) বিদেশি
৭. ‘কোঁত কোঁত’ শব্দটি কোন শব্দদ্বিত্বের উদাহরণ?
ক) অনুকার
খ) পুনরাবৃত্ত
গ) ধনাত্মক
ঘ) অনুকার
৮. ‘কূপমণ্ডূক’ শব্দে মণ্ডূক শব্দের অর্থ কী?
ক) ভেক
খ) অহি
গ) হিরণ
ঘ) কলঘোষ
৯. ‘বেতাল হাওয়া’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
ক) তামার বিষ
খ) টনক নড়া
গ) তুমুল কাণ্ড
ঘ) তালকানা
১০. ‘ঊনকোটি চৌষট্টি’ বাগধারাটির অর্থ কী?
ক) প্রায় সম্পূর্ণ
খ) পুরোপুরি সম্পূর্ণ
গ) অর্ধেক সম্পূর্ণ
ঘ) সম্পূর্ণবিহীন
১১. কোনগুলো ঘোষ ব্যঞ্জন?
ক) ব, ভ
খ) চ, ছ
গ) ত, থ
ঘ) প, ফ
১২. কোন বানানটি অশুদ্ধ?
ক) স্বায়ত্তশাসন
খ) শুশ্রুষা
গ) মুহুর্মুহু
ঘ) জন্মবার্ষিকী
১৩. ‘রম্ভার ঝুড়ি’ এখানে ‘রম্ভা’ মানে কী?
ক) আঙুর
খ) কলা
গ) আপেল
ঘ) আনারস
১৪. উপচিকীর্ষা শব্দের বিপরীত শব্দ কী?
ক) অপচিকীর্ষা
খ) অনাচিকীর্ষা
গ) অধিচিকীর্ষা
ঘ) অনুচিকীর্ষা
১৫. ‘পাউরুটি’ কোন ভাষার শব্দ?
ক) পর্তুগিজ
খ) ওলন্দাজ
গ) হিন্দি
ঘ) ফরাসি
১৬. ‘রসগোল্লা’ গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
ক) ঝান্ডু দা
খ) খনা দা
গ) সেন্টু দা
ঘ) মিন্টু দা
১৭. ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’ বিখ্যাত পঙ্ক্তিটি কার?
ক) মোহিত লাল মজুমদার
খ) মহাদেব সাহা
গ) শঙ্খ ঘোষ
ঘ) সুভাষ মুখোপাধ্যায়
১৮. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন নাটকের প্রেক্ষাপট?
ক) মুক্তিযুদ্ধের প্রস্তুতি
খ) মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট
গ) মুক্তিযুদ্ধের শেষ
ঘ) মুক্তিযুদ্ধের মাঝখানে
১৯. ‘সুলতানার স্বপ্ন’ কী ধরনের রচনা?
ক) উপন্যাস
খ) নাটক
গ) কাব্য
ঘ) প্রবন্ধ
২০. ‘আযান’ কবিতাটি কার রচিত?
ক) কাজী নজরুল ইসলাম
খ) ফররুখ আহমদ
গ) আহসান হাবীব
ঘ) কায়কোবাদ
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২ এর উত্তর
১.খ ২.খ ৩.ক ৪.গ ৫.ঘ ৬.ক ৭.গ ৮.ক ৯.গ ১০.ক
১১.ক ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.ঘ ১৮.গ ১৯.ক ২০.ঘ