সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দুই ধাপের লিখিত পরীক্ষা এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ১৩তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
১. মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
ক) মো. ইউসুফ আলী
খ) মাহবুব উদ্দিন আহমেদ
গ) এইচ টি ইমাম
ঘ) আবদুল মান্নান
২. ‘বীর মুক্তিযোদ্ধার’ ইংরেজি প্রতিশব্দ কী?
ক) কারেজিয়াস ফ্রিডম ফাইটার
খ) ব্রেভ ফ্রিডম ফাইটার
গ) ফিয়ারলেস ফ্রিডম ফাইটার
ঘ) হিরোইক ফ্রিডম ফাইটার
৩. বাংলাদেশের নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান কে?
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) স্পিকার
ঘ) প্রধান বিচারপতি
৪. বাংলাদেশে করোনা টিকার প্রথম বুস্টার ডোজ পেয়েছেন কে?
ক) সেজুতি সাহা
খ) তামিম ইকবাল
গ) অরুন কুমার বসাক
ঘ) রুনু বেরোনিকা কস্তা
৫. গালওয়ান উপত্যকার দাবিদার কোন দুটি দেশ?
ক) ভারত ও পাকিস্তান
খ) ভারত ও চীন
গ) নেপাল ও চীন
ঘ) নেপাল ও ভারত
৬. ১৯৭১ সালে বাংলাদেশের ওপর পাকিস্তান সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞকে জেনোসাইড হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন প্রতিষ্ঠান?
ক) লেমকিন ইনস্টিটিউট
খ) গ্রিনফিল্ড ইনস্টিটিউট
গ) জওহরলাল ইনস্টিটিউট
ঘ) এডিসনস ইনস্টিটিউট
৭. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) স্পিকার
ঘ) অ্যাটর্নি জেনারেল
৮. কেজিবি কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ক) জার্মানি
খ) রাশিয়া
গ) ভারত
ঘ) ইসরায়েল
৯. রেনমিনবি কোন দেশের মুদ্রা?
ক) থাইল্যান্ড
খ) সিঙ্গাপুর
গ) চীন
ঘ) জাপান
৯. ‘কালো সোমবার’ কিসের সঙ্গে সম্পর্কিত?
ক) সন্ত্রাসবাদ
খ) পরিবেশ
গ) শেয়ার বাজার
ঘ) আইন
১০. হলোকাস্ট গণহত্যা কোন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত?
ক) প্রথম বিশ্বযুদ্ধ
খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
গ) আরব-ইসরাইল যুদ্ধ
ঘ) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
১১. শেখ রাসেল দিবস কত তারিখে উদ্যাপন করা হয়?
ক) ১৮ অক্টোবর
খ) ১৯ অক্টোবর
গ) ২০ অক্টোবর
ঘ) ২১ অক্টোবর
১২. কেউ কেউ ‘মুক্তিযুদ্ধের দ্বাদশ’ সেক্টরের মর্যাদা দিয়েছেন—
ক) বাংলাদেশ বেতারকে
খ) বাংলাদেশ টেলিভিশনকে
গ) বাংলাদেশের সংবাদপত্রকে
ঘ) বাংলাদেশের সেনাবাহিনীকে
১৩. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কার্যক্রম শুরু করেছিল কোন কবির জন্মদিন উপলক্ষে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) সুকান্ত ভট্টাচার্য
গ) সৈয়দ শামসুল হক
ঘ) কাজী নজরুল ইসলাম
১৪. ‘হে মার্কেট’ কোথায় অবস্থিত?
ক) যুক্তরাষ্ট্র
খ) যুক্তরাজ্য
গ) ফ্রান্স
ঘ) ইতালি
১৫. জাতিসংঘের সবচেয়ে পুরোনো ও প্রথম বিশেষায়িত সংস্থা কোনটি?
ক) ইউনিসেফ
খ) ইউনেস্কো
গ) ইউএনএফপিএ
ঘ) আইএলও
১৬. জি-২০টিতে দেশের সংখ্যা কত?
ক) ১৭
খ) ১৮
গ) ১৯
ঘ) ২০
১৭. বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি?
ক) ফজলি আম
খ) ইলিশ মাছ
গ) শতরঞ্জি
ঘ) জামদানি শাড়ি
১৮. ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ কী নামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়?
ক) মুজিব কণ্ঠ
খ) মুক্তির গান
গ) গণকণ্ঠ
ঘ) বজ্রকণ্ঠ
১৯. মুক্তিযুদ্ধের সময় বিমানবাহিনী পরিচালিত অপারেশনের নাম কী?
ক) অপারেশন জ্যাকপট
খ) অপারেশন সার্চলাইট
গ) অপারেশন ক্লিলোফ্লাইট
ঘ) অপারেশন সি-অ্যাঞ্জেল
২০. সুন্দরবনে কোন পদ্ধতিতে বাঘ গণনা করা হয়ে থাকে?
ক) ক্যামেরা ট্র্যাপিং
খ) পাগমার্ক পদ্ধতিতে
গ) স্যাটেলাইট কাউন্টিং
ঘ) সার্চলাইট ট্র্যাপিং
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৩-এর উত্তর
১.ঘ ২.ঘ ৩.ঘ ৪.ঘ ৫.খ ৬.ক ৭.খ ৮.খ ৯.গ ১০.খ
১১.ক ১২.ক ১৩.ঘ ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.ঘ ১৮.ঘ ১৯.গ ২০.ক