বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) পদের লিখিত (রচনামূলক) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ–২, খিলক্ষেত, ঢাকায় অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। ১১ ও ১২ ফেব্রুয়ারি বেলা আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। ১৩ ফেব্রুয়ারি ২ শিফটে হবে মৌখিক পরীক্ষা। প্রথম শিফটে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে বেলা আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা।
১. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত (এমসিকিউ) পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
২. অনলাইনে আবেদনের পর প্রাপ্ত Applicant's Copy ও Admit Card (২ কপি) মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
৩. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), সর্বশেষ অধ্যয়নকৃত প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ/প্রশংসাপত্র, জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা/নাগরিকত্ব সনদ ইত্যাদি নিয়োগ কমিটির কাছে প্রদর্শন করতে হবে।
৪. সব কাগজপত্রের ২ (দুই) সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি সত্যায়িত রঙিন ছবি মৌখিক পরীক্ষার সময় জমা প্রদান করতে হবে।
৫. কোনো প্রার্থীর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তাদির কোনো শর্ত প্রতিপালিত হয়নি মর্মে প্রমাণিত হলে নিয়োগপ্রক্রিয়ায়/নিয়োগের যেকোনো পর্যায়ে তাঁর নিয়োগ আবেদন বাতিল করা হবে।
৬. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।