বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সহকারী ব্যবস্থাপক পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৩০১ জন। ফল পাওয়া যাবে এ লিংকে ।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ২০ মে বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার কেন্দ্রের নাম প্রার্থীদের মুঠোফোনে জানিয়ে দেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
১৩ মে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।