৪৪তম বিসিএস ও নন–ক্যাডারের নিয়োগ পরীক্ষা স্থগিত

‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে’ গতকাল বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) পালন করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে আগামী ২১ জুলাই অনুষ্ঠেয় ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষাসহ ২১ ও ২২ জুলাই অনুষ্ঠেয় অন্যান্য নন–ক্যাডার পদের ব্যবহারিক ও লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ শুক্রবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, অনিবার্য কারণে ২১ জুলাই অনুষ্ঠেয় ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা এবং ২১ ও ২২ জুলাই অনুষ্ঠেয় অন্যান্য নন-ক্যাডার পদের ব্যবহারিক ও লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পিএসসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতেও এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ জুলাই অনুষ্ঠিতব্য ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নবম গ্রেডের ‘কম্পিউটার প্রোগ্রামার (ওয়েব ডেভেলপমেন্ট/কনটেন্ট/সিকিউরিটি ম্যানেজমেন্ট/ডেটাবেজ প্রোগ্রামিং/ ডেটাবেজ অ্যাডমিন)’ পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা (স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট) এবং ২২ জুলাই অনুষ্ঠিতব্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) নবম গ্রেডের ‘প্রশিক্ষক’, ‘গবেষণা সহযোগী’ ও ‘হোমইকোনমিস্ট’ পদের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। এসব পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

গতকাল বৃহস্পতিবারের উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে ছয়টি প্রতিষ্ঠানের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অনুষ্ঠেয় একাধিক পদের চাকরির পরীক্ষা স্থগিত করা হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়; স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ; পর্যটন করপোরেশন; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড; শ্রম অধিদপ্তর ও সহকারী জজ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।