মেট্টোরেল
মেট্টোরেল

মেট্রোরেলের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক করল কর্তৃপক্ষ

শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ভুয়া ওয়েবসাইট লিংক দিয়ে প্রার্থীদের মুঠোফোনে চাকরিসংক্রান্ত খুদে বার্তা পাঠিয়েছে প্রতারক চক্র। তথ্য যাচাইকারী (ফ্যাক্ট চেকার) প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, ভুয়া ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে টিকিট মেশিন অপারেটর পদে ১৩৯ জন ও কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে ৬৩ জন নিয়োগের তথ্য দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, আবেদনের শেষ সময় ৫ নভেম্বর। আবেদন ফি ২২৫ টাকা জানিয়ে আবেদন করতে আরেকটি লিংক দেওয়া হয়। বিকাশ ও নগদের মাধ্যমে আবেদন ফি জমা দিতে একটি মুঠোফোন নম্বরও দেওয়া হয়।

আবেদনের এই প্রক্রিয়া সন্দেহজনক হওয়ায় বিষয়টি নিয়ে অনুসন্ধানে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের ওয়েবসাইটে একই পদগুলোর বিষয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তির খোঁজ মেলে। গত ১ আগস্ট ‘ডিএমটিসিএল-এর নিয়োগ বিজ্ঞপ্তি-১০’ শিরোনামে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ওই দুই পদে আবেদনের সময়সীমা ৪ সেপ্টেম্বর জানিয়ে আবেদন ফি হিসেবে ১০০০ টাকা ব্যাংক ড্রাফট বা পে–অর্ডার সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে পরিশোধের আহ্বান জানানো হয়। এই বিজ্ঞপ্তির কোনো অংশেই মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে ফি পরিশোধের তথ্য দেওয়া হয়নি। পরে ২৭ আগস্ট ‘নিয়োগ বিজ্ঞপ্তি-১০–এর আবেদনপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধি’ শিরোনামে দেওয়া আরেক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, ওই দুই পদে আবেদনের সময়সীমা ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ রিউমার স্ক্যানারকে বলেন, ‘আবেদনের সময়সীমা পরে আর বৃদ্ধি করা হয়নি। আবেদনের জন্য যে সাইট ব্যবহার করা হয়েছে, সেটি ভুয়া। এটি আমাদের ডোমেইনই নয়। আমরা বিকাশের মাধ্যমে কোনো ফি গ্রহণ করি না।’

ডিএমটিসিএলের ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ডিএমটিসিএলের নিয়োগ বিজ্ঞপ্তির নামে আবেদন ফরম ও টাকা জমাদানের বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। ডিএমটিসিএলের সব নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকা, ডিএমটিসিএলের নিজস্ব ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এসব মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্যা দ্বারা কেউ প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।