৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে অনুষ্ঠিত হবে। দেশের আট বিভাগ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
একই দিনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সহকারী পরিচালক পদের পরীক্ষার সূচি প্রকাশ করে প্রার্থীদের প্রবেশপত্র দেওয়া হয়েছে। একই দিনে একই সময়ে দুটি পরীক্ষা থাকায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।
৪৫তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। প্রায় সব চাকরিপ্রার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দিনে অন্যান্য প্রতিষ্ঠানগুলো সাধারণত পরীক্ষার দিন নির্ধারণ করে না।
নাম প্রকাশ না করার শর্তে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সহকারী পরিচালক পদের একজন আবেদনকারী প্রথম আলোকে বলেন, ‘যেহেতু এটি প্রথম শ্রেণির পদ তাই আমার মতো অনেক প্রার্থী এ পদে আবেদন করেছেন। প্রবেশপত্রে আমার রোল নম্বর চার হাজার সাত শ’র বেশি। তাই অনুমান করতে পারি কমপক্ষে পাঁচ হাজার প্রার্থী আবেদন করেছেন। আবেদন করতে খরচ হয়েছে ৫৬০ টাকা। বিসিএসের দিনে পরীক্ষা থাকায় যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারি তাহলে এত টাকা দিয়ে আবেদন করে লাভ কী?’
চাকরিপ্রার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা পরীক্ষা পেছানোর উদ্যোগ নিয়েছি। ১৯ মের পরিবর্তে ২০ মে পরীক্ষা নেওয়া হতে পারে। নতুন পরীক্ষার তারিখ শিগগিরই প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।মো. রফিকুল ইসলাম, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার
নাম প্রকাশ না করার শর্তে একই পদে আবেদনকারী আরেকজন চাকরিপ্রার্থী প্রথম আলোকে বলেন, বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার তারিখ এক মাস আগেই প্রকাশ করা হয়েছে। তাহলে কেন ওই দিন একই সময়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। বিসিএস সব চাকরিপ্রার্থীর স্বপ্ন থাকে। তাই বিসিএসের দিন অন্যান্য চাকরির পরীক্ষা না রাখলে চাকরিপ্রার্থীদের সুবিধা হয়।
এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। চাকরিপ্রার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা পরীক্ষা পেছানোর উদ্যোগ নিয়েছি। ১৯ মের পরিবর্তে ২০ মে পরীক্ষা নেওয়া হতে পারে। নতুন পরীক্ষার তারিখ শিগগিরই প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।