বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

স্বাস্থ্য অধিদপ্তরের বাছাই পরীক্ষা ২৫ জুলাই, পরীক্ষার্থী ১৮২৯

স্বাস্থ্য অধিদপ্তরের সমাজকল্যাণ কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার তারিখ, সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশিত হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজকল্যাণ কর্মকর্তা পদের বাছাই পরীক্ষা ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। এ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮২৯। সরকারি কর্ম কমিশন সচিবালয় ও শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএসসির ওয়েবসাইট থেকে প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, সব প্রকার ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড বা ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিষিদ্ধসামগ্রী কোনো প্রার্থীর কাছে পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে। পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে