প্রতীকী ছবি: প্রথম আলো
প্রতীকী ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রোগ্রামার পদের পরীক্ষায় সবাই ফেল

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রোগ্রামার (নবম গ্রেড) পদের ব্যবহারিক পরীক্ষায় (স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্ট) কোনো প্রার্থী পাস করেননি।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবম গ্রেডের প্রোগ্রামার পদে সরাসরি নিয়োগের জন্য ২০২৩ সালের ২ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর-৫২।

এই পদে সরাসরি নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা (স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্ট) গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। কিন্তু এই ব্যবহারিক পরীক্ষায় কোনো প্রার্থী উত্তীর্ণ হননি।