তথ্যপ্রযুক্তির জ্ঞানসম্পন্ন চাকরিপ্রার্থীদের জন্য পাঁচ শতাধিক চাকরির সুযোগ নিয়ে ‘আইটি জব ফেয়ার’ শীর্ষক চাকরি মেলার আয়োজন করেছে অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান ‘বিডি জবস’।
আজ শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে এ মেলা শুরু হয়েছে। মেলা চলে বিকেল চারটা পর্যন্ত। মেলায় সহযোগী হিসেবে ছিল বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্প।
সকাল থেকে মেলায় চাকরিপ্রার্থীরা আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলায় আসার জন্য ২২ হাজার চাকরিপ্রার্থী নিবন্ধন করেছেন। যাঁরা নিবন্ধন করেছেন, তাঁদের মধ্যে বেশির ভাগ প্রার্থী মেলায় এসেছেন। ১০৫টি চাকরিদাতা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন পদে প্রায় ৫০০ কর্মী নেওয়া হবে।
মেলা ঘুরে দেখা গেছে, প্রোগ্রামার, ওয়েব ডেভেলপার, প্রোডাক্ট ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), গ্রাফিকস ডিজাইনার, ভিডিও এডিটর, ওয়েব ডিজাইন, লারাভেল ডেভেলপার, ডিজিটাল ইমেজ এডিটর—এসব পদে সিভি নেওয়া হচ্ছে। ঢাকা ও ঢাকার বাইরে থেকে চাকরিপ্রার্থীরা মেলায় এসেছেন।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ইইই গ্র্যাজুয়েট মো. ছাব্বির হোসেন সাভার থেকে মেলায় এসেছেন। গত বছর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন। এখনো কোথায়ও চাকরি পাননি। একটি চাকরির আশায় মেলায় সিভি নিয়ে এসেছেন। ছাব্বির হোসেন বলেন, ‘মেলায় অনেক প্রতিষ্ঠান আইটিসংক্রান্ত চাকরির জন্য সিভি নিচ্ছে। এন্ট্রি লেভেলেরও অনেক চাকরি আছে। আমি সেসব প্রতিষ্ঠানে আবেদন করব।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রবিউল ইসলাম মেলায় এসে ১৩টি সিভি দিয়েছেন। তিনি বলেন, ‘অনলাইনে চাকরি মেলার খোঁজ পেয়ে মেলায় এসেছি সিভি দিতে। বর্তমানে একটি প্রতিষ্ঠানে ওয়েব ডেভেলপার হিসেবে কর্মরত আছি। চাকরি পরিবর্তন করতে চাই। মেলার বেশির প্রতিষ্ঠানে ওয়েব ডেভেলপার পদে চাকরির সুযোগ আছে। তাই যত বেশি পারছি, সিভি দিচ্ছি। কয়েকটি প্রতিষ্ঠান ভাইভার জন্য ডাকবে বলে আশ্বাস দিয়েছে।’
প্রাইম টেক সলিউশনের মানবসম্পদ কর্মকর্তা জুলেখা বেগম প্রথম আলোকে বলেন, তিনটি পদের জন্য মেলায় সিভি নেওয়া হচ্ছে। ই-মেইলে ও সরাসরি হার্ডকপিও নেওয়া হচ্ছে। ১০০টির বেশি সিভি পড়েছে। এগুলোর মধ্যে বাছাই করে প্রার্থীদের ভাইভার জন্য ডাকা হবে।
আইটি প্রতিষ্ঠান ওল্যাবের এক্সিকিউটিভ কাউন্সিলর নাসিমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমরা ৪ ক্যাটাগরিতে প্রায় ২০টি শূন্যপদের জন্য সিভি নিচ্ছি। পার্টটাইম, ফুলটাইম ও রিমোট—সব ধরনের চাকরির সুযোগ রয়েছে আমাদের। মেলায় যাঁদের সিভি নিচ্ছি, তাঁদের আগামী ২০ তারিখের পর ভাইভার জন্য ডাকা হবে।’
বিডি জবসের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো থেকে কয়েক বছর ধরে প্রচুর আইটি গ্র্যাজুয়েট বের হচ্ছে। কিন্তু সে তুলনায় চাকরি পাচ্ছেন না। এসব প্রার্থীদের কথা চিন্তা করে আমরা তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট চাকরি নিয়ে এ মেলার আয়োজন করেছি। এটি আমাদের দ্বিতীয়বারের মতো আয়োজন। ভবিষ্যতে আরও কয়েকটি মেলা করার পরিকল্পনা আছে।’