মিল্ক ভিটার সহকারী ব্যবস্থাপক পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) নবম গ্রেডে সহকারী ব্যবস্থাপকের ১০ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

মিল্ক ভিটার ওয়েবসাইটে দেওয়া ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) ও কর্মকর্তা নিয়োগ কমিটির সদস্যসচিব দীপঙ্কর মণ্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবম গ্রেডে সহকারী ব্যবস্থাপকের ১০ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ৩১০ জন উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি শুরু হবে। শেষ হবে আগামী ৭ মার্চ। মিল্ক ভিটার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষ, দুগ্ধ ভবন, ১৩৯–১৪০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা–১২০৮ ঠিকানায় সকাল সাড়ে নয়টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

এর মধ্যে সহকারী ব্যবস্থাপক, রক্ষণাবেক্ষণ (তড়িৎ ও যান্ত্রিক) পদের পরীক্ষা ২৫ ও ২৬ ফেব্রুয়ারি; সহকারী ব্যবস্থাপক (সিভিল) ও সহকারী ব্যবস্থাপক (পরিবহন) পদের পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি; সহকারী ব্যবস্থাপক (সিএসই/এমআইএস), সহকারী ব্যবস্থাপক (আর্কিটেকচার), সহকারী ব্যবস্থাপক (মান নিয়ন্ত্রণ), সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং সহকারী ব্যবস্থাপক (নিরীক্ষা) পদের পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি; সহকারী ব্যবস্থাপক (বিপণন) পদের পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি এবং সহকারী ব্যবস্থাপক (প্রাণী চিকিৎসক) পদের পরীক্ষা আগামী ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রত্যক পরীক্ষার্থীকে অনলাইনে আবেদনের কপি, প্রবেশপত্র, সব শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার মূল সনদ, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।

দুই কপি সত্যায়িত রঙিন ছবি, অনলাইনে আবেদনের কপিসহ উল্লিখিত সব সনদ/প্রত্যয়নপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।

সহকারী ব্যবস্থাপক পদের লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সূচি এই লিংকে দেখা যাবে।