নার্স ও কেয়ারগিভারদের জন্য বিভিন্ন চাকরি এবং কেয়ারগিভার হতে প্রয়োজনীয় প্রশিক্ষণের তথ্য নিয়ে চাকরি মেলার আয়োজন করেছে অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান ‘বিডিজবস’। আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে মেলা অনুষ্ঠিত হয়।
বিডিজবস জানায়, মেলায় মোট ৪৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বেশির ভাগ নার্সিং–সংক্রান্ত প্রতিষ্ঠান। ৭টি কেয়ারগিভার প্রতিষ্ঠান রয়েছে। কেয়ারগিভারদের প্রশিক্ষণের তথ্য দেওয়ার পাশাপাশি চাকরির জন্য সিভিও নেওয়া হচ্ছে। মেলায় অংশগ্রহণের জন্য ১২ হাজারের বেশি প্রার্থী নিবন্ধন করেছেন।
প্যারেন্টস কেয়ার প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ রাজিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, কেয়ারগিভার, ন্যানি ও নার্স পদের জন্য মেলায় সিভি নেওয়া হচ্ছে। কেয়ারগিভার পদে চাকরির জন্য ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস। কেয়ারগিভিং বিষয়ে কারও প্রশিক্ষণ না থাকলে তাঁদের প্রশিক্ষণও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
রাজধানীর ধামরাই থেকে মেলায় আসা মুক্তি রানী বলেন, অনলাইনে কেয়ারগিভার–সংক্রান্ত মেলার খোঁজ পেয়ে এখানে এসেছি। কিয়ারগিভিং–সংক্রান্ত আমার তেমন ধারণা ছিল না। মেলায় এসে প্রশিক্ষণের তথ্য জানলাম। একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার জন্য কথাও বলেছি।
সীমন নার্সিং হোম কেয়ার লিমিটেডের অনামিকা রায় বলেন, সিভি বক্সে ৫০টি এবং অনলাইনে ১০০টির বেশি সিভি পড়েছে। কেয়ারগিভার ও নার্স পদে কর্মী নিচ্ছে প্রতিষ্ঠানটি। কেয়ারগিভারদের বেতন সাধারণত ২০-২১ হাজার টাকা এবং নার্সদের বেতন ২৪-২৫ হাজার টাকা হয়ে থাকে।
মেলায় আসা আছমা বেগম বলেন, ‘আমি নার্স হিসেবে একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আরও ভালো প্রতিষ্ঠানে চাকরির জন্য সিভি দিতে মেলায় এসেছি। চারটি প্রতিষ্ঠানে সিভি দিলাম। ভাইভায় ডাক পাওয়ার অপেক্ষায় আছি।’
বিডি জবসের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর বলেন, ‘আমাদের প্রতিটি পরিবারে নার্স ও কেয়ারগিভার প্রয়োজন হয়। এ দুটি পেশায় কাউকে বেকার পাওয়া যায় না। দেশের পাশপাশি বিদেশেও এ দুই পেশার প্রচুর চাহিদা। এ দুই পেশার প্রতি যাতে মানুষের আরও সম্মান তৈরি হয় এবং আরও সুযোগ বৃদ্ধি পায় এ জন্য আমরা এ মেলার আয়োজন করেছি।’