পিএসসির নতুন দুই সদস্য শপথ নিলেন

শপথবাক্য পাঠ করছেন অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক।
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিলেন সাবেক সচিব মো. খলিলুর রহমান এবং বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক।

আজ বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন ও পিএসসি সচিব মু. আ. হামিদ জমাদ্দার উপস্থিত ছিলেন।

সাবেক সচিব মো. খলিলুর রহমান ও সৈয়দ মো. গোলাম ফারুকের অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে রাষ্ট্রপতি তাঁকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন জানিয়ে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শপথবাক্য পাঠ করছেন মো. খলিলুর রহমান।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। পাঁচ বছর মেয়াদে তাঁরা এই দায়িত্ব পালন করবেন, তবে এর আগে বয়স ৬৫ বছর পূর্ণ হলে তখনই সদস্যপদের মেয়াদ শেষ হবে।