পিএসসি ডেকেছে সভা, বিশেষ গুরুত্ব পাবে স্থগিত পরীক্ষা নেওয়া

সরকারি কর্ম কমিশন (পিএসসি) আগামী সোমবার একটি সভা ডেকেছে। এ সভায় পিএসসি গতিশীল করা, স্থগিত পরীক্ষাগুলো নেওয়া ও তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে আলোচনা হবে। পিএসসি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন প্রথম আলোকে সভার বিষয়টি নিশ্চিত করেন।

পিএসসি সূত্র জানায়, বর্তমানে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত আছে। এগুলোর পরীক্ষা কবে নেওয়া শুরু করা যায়, সে বিষয়ে সভায় আলোচনা হবে। এ ছাড়া সম্প্রতি পিএসসি প্রশ্নপত্র ফাঁসের তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নানা সুপারিশ গ্রহণের যে প্রস্তাব পেয়েছে, তদন্ত কমিটির কাছে সেগুলোর বাস্তবায়ন নিয়ে সভায় আলোচনা করবে। আরও আলোচনা হবে জুনিয়র ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টরসহ অনেকগুলো নন-ক্যাডারের পরীক্ষার ফলাফল নিয়ে। এসব পরীক্ষার ফলাফল দ্রুতই দেওয়া হতে পারে বলে জানা গেছে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে জানতে চাইলে পিএসসির একজন সদস্য প্রথম আলোকে বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের অভিযযোগ আমরা পাইনি। এমন সুপারিশ করেছি, যাতে যেকোনো সময় প্রমাণ পেলেও পরীক্ষা বাতিল করা যাবে। আমরা চাইনি কোনো প্রশ্ন থাকুক। শতভাগ নিরপেক্ষ থেকেই তদন্ত করা হয়েছে, কিন্তু প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ মেলেনি। এখনো যদি কেউ উপযুক্ত প্রমাণ দেয়, আমরা তা যাচাই করে যদি পাই প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাহলেও পরীক্ষা বাতিল করব।’ প্রশ্নপত্র ফাঁসের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান ওই সদস্য।