পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) চারটি পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, জুনিয়র টেকনিশিয়ান ও রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষা ১৫ ডিসেম্বর বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রাজধানীর ইস্কাটনে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে।