এলজিইডির কার্যসহকারীর লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৫৫০

প্রতীকী ছবি: আশরাফুল আলম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় রাজস্ব কাঠামোভুক্ত কার্যসহকারী পদের লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফল প্রকাশ করা হয়েছে। এতে ৩ হাজার ৫৫০ জন উত্তীর্ণ হয়েছেন।

এলজিইডির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্যসহকারী পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় বসতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইটে এবং দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, নির্ধারিত সনদ জমা না দিলে, কোনো ভুল বা মিথ্যা তথ্য দিলে এবং আবেদনপত্রে গুরুতর কোনো ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে বা যেকোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে