মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতে ১১তম থেকে ২০তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৎস্য অধিদপ্তরের ছয়টি পদের লিখিত পরীক্ষা ১২ ও ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
হ্যাচারি অ্যাটেনডেন্ট, ড্রাইভার (মেরিন) ও ফটোকপি অপারেটর পদের লিখিত পরীক্ষা ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ ছাড়া ওয়াচম্যান, ফিসারম্যান কাম গার্ড ও মিউজিয়াম অ্যাটেনডেন্ট পদের লিখিত পরীক্ষা ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার বিস্তারিত সূচি এই লিংকে দেখা যাবে।