কৃষি মন্ত্রণালয়ের ষষ্ঠ গ্রেডের প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রোগ্রামার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বিপিএসসি ফরম ৫এ জমা দেওয়া ৩৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
রাজধানীর আগারগাঁওয়ে পিএসসিতে ওই দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। প্রার্থীদের প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার সনদ সঙ্গে আনতে হবে।
মৌখিক পরীক্ষার দিন কমিশন চত্বরে মুঠোফোন ও কোনো প্রকার যোগাযোগ যন্ত্র আনা সম্পূর্ণ নিষেধ। প্রার্থীদের মাস্ক পরে আসতে হবে ও করোনাসংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মৌখিক পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।