পরিবেশ অধিদপ্তরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২১ জনের প্রার্থিতা বাতিল

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদপ্তরের দশম গ্রেডের সিনিয়র টেকনিশিয়ান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বিপিএসসি ফরম জমা না প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত না মানায় বিপিএসসি ফরম জমাদানকারী পাঁচজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, বিপিএসসি ফরম জমাদানকারী ৬০ জনের মধ্যে ৫ প্রার্থীর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস সার্টিফিকেট না থাকায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বিপিএসসি ফরম জমাদানকারী বাকি ৫৫ প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।

মৌখিক পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।

মৌখিক পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র দেওয়া হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই সঙ্গে আনতে হবে। কারও প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে পিএসসির ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।