বস্ত্র অধিদপ্তরের মৌখিক পরীক্ষা শুরু ২৭ সেপ্টেম্বর

প্রতীকী ছবি: প্রথম আলো

বস্ত্র অধিদপ্তরের ১৩-১৮তম গ্রেডের রাজস্ব খাতভুক্ত স্থায়ী ও অস্থায়ী তিন ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। পদগুলো হলো ট্রেইলার মাস্টার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। রাজধানীর কারওয়ান বাজারে বস্ত্র অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পরীক্ষা নেওয়া হবে।

মৌখিক পরীক্ষার বোর্ডে যেসব কাগজপত্র দেখাতে হবে, সেগুলো হলো প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ, দুই কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদ। এসব কাগজপত্রের মূল কপি দেখাতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

মৌখিক পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে বস্ত্র অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ ভাতা দেওয়া হবে না।