মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের পরীক্ষার সূচি প্রকাশ

মডেল: হাদী
ছবি: খালেদ সরকার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই (গ্রেড-১৭) পদের প্রার্থীদের শারীরিক পরিমাপ পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই (গ্রেড-১৭) পদের প্রার্থীদের শারীরিক পরিমাপ পরীক্ষা আগামী ৫ নভেম্বর শুরু হবে, চলবে ৯ নভেম্বর। বিজি প্রেস মাঠ, তেজগাঁও, ঢাকায় এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৫১০।

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্যসংবলিত প্রবেশপত্র এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নিতে হবে। প্রার্থী এই প্রবেশপত্রটি শারীরিক পরিমাপ পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং শারীরিক পরিমাপ পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করার বিষয়ে এবং পরীক্ষার তারিখ ও সময় সম্পর্কে প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

শারীরিক পরিমাপ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া সব পরীক্ষার ফলাফল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোটিশ বোর্ডে পাওয়া যাবে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক খুদে বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অবহিত করা হবে।

শারীরিক পরিমাপ পরীক্ষার বিস্তারিত সূচি দেখতে এখানে ক্লিক করুন।