ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসসিসির ফার্মাসিস্ট ও সহকারী টেকনিশিয়ান পদের লিখিত পরীক্ষা আগামী ৭ ফেব্রুয়ারি এবং ওটি অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষা ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফ অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি অনুসরণ করে লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীরা তাঁদের প্রবেশপত্র আজ মঙ্গলবার থেকে এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।
প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের অবশ্যই মাস্ক পরে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
অনলাইনে প্রবেশপত্র পেতে সমস্যা হলে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ ডিএ দেওয়া হবে না।