তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপ ও বিশেষ গণবিজ্ঞপ্তির ৫১ প্রার্থীকে শিক্ষক নিয়োগে সুপারিশ

ফরিদপুর সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলছে
ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপ ও বিশেষ গণবিজ্ঞপ্তি–২০২২–এর মোট ৫১ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় দ্বিতীয় ধাপে ৭ হাজার ১৭ জন প্রার্থী এবং বিশেষ গণবিজ্ঞপ্তি–২০২২–এর আওতায় ৪ হাজার ৭৫২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে ৯১১ জন ও বিশেষ গণবিজ্ঞপ্তি–২০২২–এর ৩ হাজার ৮১৯ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ১৪ জন নির্বাচিত প্রার্থী ভিআর ফরম দাখিল করেন ও তাঁদের সনদ যাচাই চলমান থাকায় ইতিপূর্বে নিয়োগ সুপারিশ প্রদান করা হয়নি।

পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৮ মে ২০২৩ তারিখের স্মারকের মাধ্যমে পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় প্রাথমিকভাবে নির্বাচিত বাকি প্রার্থীদের মধ্যে তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় দ্বিতীয় ধাপে নির্বাচিত ১৩ জন প্রার্থী এবং বিশেষ গণবিজ্ঞপ্তি–২০২২–এর আওতায় নির্বাচিত ২৪ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ প্রদান বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লিখিত (১৪+১৩+২৪)= ৫১ জন প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুমোদনের পরিপ্রেক্ষিতে নিয়োগের সুপারিশ করা হয়েছে এবং সুপারিশপ্রাপ্ত প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান–প্রধানদের নিয়োগ সুপারিশ প্রদানের বিষয়টি খুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীকে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএর ওয়েবসাইট থেকে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশপত্রের প্রিন্টেড কপি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুপারিশপত্রে উল্লিখিত তারিখের মধ্যে যোগদান করতে বলা হয়েছে।

নিয়োগ সুপারিশপত্র এনটিআরসিএর ওয়েবসাইটের ‘বিশেষ গণবিজ্ঞপ্তি-২২ ও ৩য় গণবিজ্ঞপ্তির ২য় ধাপ’ নামক সেবাবক্সের ‘৫১ জনের সুপারিশ’ মেনুতে পাওয়া যাবে।