বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারির পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসনবিন্যাস প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী পরিচালক পদে আবেদনকারী প্রার্থীদের মধ্যে যাঁরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তাঁদের প্রিলিমিনারি পরীক্ষা ২০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রাজধানীর ৬৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ১১৫। কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী উত্তরার মাইলস্টোন কলেজে। এ কেন্দ্রে পরীক্ষা দেবেন সাত হাজার পরীক্ষার্থী।
প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার কেন্দ্রে প্রবেশপত্র ব্যতীত যেকোনো কাগজ, বই, মুঠোফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে। কোনো ধরনের নিষিদ্ধ সামগ্রী নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
শ্রুতলেখক অথবা কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের সুপারিশসহ আগামীকালের মধ্যে পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ বরাবর আবেদন করতে হবে।
প্রার্থীদেরকে ঢাকা শহরের ট্রাফিক চলাচলের বিষয় বিবেচনা করে পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে প্রার্থীদেরকে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। সকাল ১০টায় পরীক্ষাকেন্দ্রের মূল ফটক বন্ধ হবে এবং এরপর কোনো অবস্থাতেই কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
প্রার্থীকে ছয় ডিজিটের পূর্ণাঙ্গ রোল নম্বর যথাযথভাবে মিলিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিপূর্বে প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীরা আগামীকাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রয়োজনে ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ পাবেন। নতুনভাবে কোনো প্রার্থীকে প্রবেশপত্র ইস্যু করা হবে না।
সহকারী পরিচালক পদে প্রিলিমিনারির পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস দেখা যাবে এ লিংকে।