বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ১৮ ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফটোজিওলজিক টেকনিশিয়ান, সার্ভেয়ার, পরীক্ষাগার সহকারী, ফটোগ্রাফার, ভূপদার্থিক সহকারী, হিসাব সহকারী, মাড তত্ত্বাবধায়ক, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, অটো ইলেকট্রিশিয়ান, বই বাঁধাইকার, পরীক্ষাগার পরিচারক, ফিটারমেট, স্টোর সাহায্যকারী, সেকশন কাটার, গেসটেটনার অপারেটর/ফটোকপি অপারেটর, গ্রিজার, অফিস সহায়ক ও নিরাপত্তাপ্রহরী পদে লিখিত উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
কনফারেন্স রুম (৪র্থ তলা), বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, সেগুনবাগিচা, ঢাকায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। গেসটেটনার অপারেটর/ফটোকপি অপারেটর, বই বাঁধাইকার ও সেকশন কাটার পদের মৌখিক পরীক্ষা ৩ নভেম্বর হবে।
স্টোর সাহায্যকারী ও হিসাব সহকারী পদের পরীক্ষা ৪ নভেম্বর। অফিস সহায়ক পদের পরীক্ষা হবে ৫ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত। নিরাপত্তা প্রহরী পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ নভেম্বর।
মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র, আবেদনের কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র ও সব সনদের এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।