ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার পদের বাছাই পরীক্ষার সূচি প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টাফ অফিসার পদের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২তম গ্রেডের স্টাফ অফিসার পদের বাছাই পরীক্ষা ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাজধানীর তিনটি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

কেন্দ্রগুলো হলো শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫৮০।

কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ১০০ নম্বরের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন, ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

বাছাই পরীক্ষার বিস্তারিত সূচি দেখতে এখানে ক্লিক করুন।