বিমান বাংলাদেশ এয়ারলাইনস

পাইলট পদের লিখিত পরীক্ষা ২৩ নভেম্বর

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ক্যাডেট পাইলট পদের সাইকোমেট্রিক পরীক্ষা সম্পন্নকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাইলট পদের লিখিত পরীক্ষা ২৩ নভেম্বর বেলা ১১টায় বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টার (বিএটিসি), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের এই লিংকে (http://exam.biman-airlines.com/) প্রবেশ করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ প্রার্থীদের পরীক্ষার দিন সকাল সাড়ে ১০টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, ক্যালকুলেটর, ঘড়ি অথবা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসসহ আনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।