সাত ব্যাংকের ১,৭২০ পদের প্রিলিমিনারি পরীক্ষার সূচি প্রকাশ

মডেল: হাদী, রিয়া ও সিফাত
ছবি: প্রথম আলো

ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতাধীন সাতটি ব্যাংকে ২০২০ সালভিত্তিক ১ হাজার ৭২০টি ‘অফিসার (ক্যাশ)’ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালভিত্তিক ১ হাজার ৭২০টি অফিসার (ক্যাশ) পদের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ২ জুন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের এলাকাভুক্ত বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে হবে।

১ হাজার ৭২০টি অফিসার (ক্যাশ) পদে নিয়োগের জন্য ২০২১ সালের ২১ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ পদের জব আইডি-১০১৪৮।

প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলি যথাসময়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকের মাধ্যমে প্রকাশ করা হবে।

এ পদে লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৪ জুলাই। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের info.bscs@bb.org.bd ঠিকানায় ই–মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।