অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আইসিটি সেলের সিস্টেম অ্যানালিস্ট (পঞ্চম গ্রেড), প্রোগ্রামার (ষষ্ঠ গ্রেড) এবং অর্থ বিভাগের প্রোগ্রামার (ষষ্ঠ গ্রেড) ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (ষষ্ঠ গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চার পদে অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীদের মধ্যে বিপিএসসি ফরম জমাপ্রদানকারী যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১০ মার্চ শুরু, চলবে ১২ মার্চ পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিস্টেম অ্যানালিস্ট ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষা ১০ মার্চ, অর্থ বিভাগের প্রোগ্রামার পদের পরীক্ষা ১১ মার্চ এবং আইসিটি সেলের প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষা ১২ মার্চ অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের কমিশন থেকে কোনো আলাদা প্রবেশপত্র পাঠানো হবে না। কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি), প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার মূল সনদ মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।
প্রার্থীদের সরকারকর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণপূর্বক সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরিধান করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে।