যুব উন্নয়ন অধিদপ্তরের বাছাই পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৩,৫৫২

প্রতীকী ছবি: প্রথম আলো

যুব উন্নয়ন অধিদপ্তরের তিনটি পদের বাছাই পরীক্ষার (এমসিকিউ) ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ৫৫২ জন।

১৩ হাজার ৫৫২ জনের মধ্যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২৯৪ জন, ক্যাশিয়ার পদে ৮ হাজার ১৭৬ জন এবং গাড়িচালক পদে ৮২ জন।

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার তারিখ যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গত শুক্রবার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ক্যাশিয়ার ও গাড়িচালক পদে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পূর্ণাঙ্গ ফলাফল দেখা যাবে এ লিংকে