বিআরটিসির প্রশিক্ষক পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

মডেল: হাদী
ছবি: খালেদ সরকার

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) প্রশিক্ষক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষক পদের মৌখিক পরীক্ষা ১৯ ও ২৩ জুলাই অনুষ্ঠিত হবে। বিআরটিসির প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব সনদ চাওয়া হয়েছিল, সেসব সনদের এক সেট মূল কপিসহ সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে।

এ ছাড়া আবেদনের কপি, প্রবেশপত্রের রঙিন কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে নিয়ে আসতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এখানে