দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিভিন্ন পদে কর্মরত ৮৪ জন কর্মচারীকে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের এসব কর্মচারীকে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো। আগামী সাত কর্মদিবসের মধ্যে বদলি করা কর্মচারীদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে আদেশে। এতে আরও বলা হয়, সাত কর্মদিবসের মধ্যে কর্মস্থলে যোগদান করা না হলে আট কর্মদিবস থেকে সরাসরি অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবে। এ ছাড়া জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে। ১৫ জানুয়ারির মধ্যে বদলি করা কর্মচারীদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে।
তালিকা দেখুন এখানে।