বাংলাদেশ ব্যাংকে ‘ক্যাশ অফিসার’ পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

প্রতীকী ছবি: আশরাফুল আলম

বাংলাদেশ ব্যাংকে ‘ক্যাশ অফিসার’ পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫২৮ জন। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে ‘ক্যাশ অফিসার’ পদের প্রিলিমিনারি পরীক্ষা গত ২১ জুলাই অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৫ হাজার ৬৪১। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫২৮ জন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৮ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকে ‘ক্যাশ অফিসার’ পদে নিয়োগের জন্য ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তির (নম্বর ৬৭/২০২১) প্রকাশ করে। এ পদের জব আইডি নম্বর ২৪৫।

বাংলাদেশ ব্যাংকে ‘ক্যাশ অফিসার’ পদের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর এখানে দেখা যাবে।