বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার নিয়োগের তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছে পিএসসি

বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় কতজন ক্যাডার হয়েছেন, সেই তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। জনপ্রশাসন মন্ত্রণালয় চাওয়ায় এ তালিকা পাঠিয়েছে পিএসসি। দুই সপ্তাহ আগে এ তালিকা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন পিএসসির এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা পিএসসির কার্যালয়ে গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমরা ১৫ দিন আগে মুকিযোদ্ধা কোটায় কারা ক্যাডার হয়েছেন, তার পূর্ণাঙ্গ তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। নন–ক্যাডার থেকে কারা চাকরি পেয়েছেন, সেটির তালিকাও হচ্ছে। আমরা সেটিও শিগগিরই মন্ত্রণালয়ে পাঠাব। এর কাজ চলছে।’ এই তালিকা কেন বা কী হবে এটি দিয়ে, সে বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।