১. APEC 2024 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
ক. দোহা, কাতার
খ. রিও–ডি জেনিরো, ব্রাজিল
গ. থিম্পু, ভুটান
ঘ. লিমা, পেরু
উত্তর : ঘ. লিমা, পেরু
২. সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ জারি হয়-
ক. ১৮ নভেম্বর, ২০২৪
খ. ১৫ নভেম্বর, ২০২৪
গ. ২০ নভেম্বর, ২০২৪
ঘ. ২২ নভেম্বর, ২০২৪
উত্তর : ক. ১৮ নভেম্বর, ২০২৪
৩. খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ইতিহাসে প্রথম নারী চেয়্যারম্যান-
ক. জিরুনা ত্রিপুরা
খ. জয়া ত্রিপুরা
গ. কংজপ্রু মারমা
ঘ. মনজিলা সুলতানা
উত্তর : ক. জিরুনা ত্রিপুরা
৪. ভুটানের নেতৃত্বে কার্বন নিঃসরণ কমাতে গঠিত ফোরাম-
ক. এল-জিরো
খ. সি-জিরো
গ. জি-জিরো
ঘ. জিরো-এইচসি
উত্তর : গ. জি-জিরো
৫. বাংলা একাডেমির বর্তমান সভাপতি-
ক. ড. ফেরদৌস আজীম
খ. অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক
গ. সেলিনা হোসেন
ঘ. রায়হান আজাদ
উত্তর : খ. অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক
৬. ‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালিত হয়-
ক. ১ ডিসেম্বর
খ. ৮ ডিসেম্বর
গ. ১০ ডিসেম্বর
ঘ. ১১ ডিসেম্বর
উত্তর : গ. ১০ ডিসেম্বর
৭. সিরিয়ায় আসাদ সরকারের ‘কসাইখানা’ নামে পরিচিত কুখ্যাত কারাগার-
ক. আবু ঘারিব
খ. বাগরাম বিমানঘাঁটি
গ. ইভিন কারাগার
ঘ. সেদনায়া কারাগার
উত্তর : ঘ. সেদনায়া কারাগার
৮. সম্প্রতি ‘Trinity House Agreement’ নামের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে?
ক. যুক্তরাষ্ট্র-মেক্সিকো
খ. ফ্রান্স-জার্মানি
গ. যুক্তরাজ্য-জার্মানি
ঘ. যুক্তরাজ্য-ইউক্রেন
উত্তর : গ. যুক্তরাজ্য-জার্মানি
৯. মুসলমান নারী কর্তৃক লিখিত প্রথম বাংলা সাহিত্যকর্ম ‘রূপজালাল’–এর লেখক–
ক. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী
খ. বেগম রোকেয়া
গ. রহিমুন্নিসা
ঘ. নুরুন্নেসা খাতুন বিদ্যাবিনোদিনী
উত্তর : ক. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী
১০. ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ মোট কয়টি মহাদেশে অনুষ্ঠিত হবে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ১টি
উত্তর : খ. ৩টি
১১. ঐতিহাসিক গোলান মালভূমি কোন দেশের অভ্যন্তরে অবস্থিত?
ক. মিসর
খ. ইরান
গ. সিরিয়া
ঘ. চীন
উত্তর : গ. সিরিয়া
১২. এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)–এর কোন মানকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়?
ক. ৩০১-৪০০
খ. ২০১-৩০০
গ. ২৫১-৩৫০
ঘ. ৪০১-৫০০
উত্তর : ক. ৩০১-৪০০
১৩. মুক্তিযুদ্ধে দুর্ধর্ষ গেরিলা দল ‘আফতাব বাহিনী’ কোন এলাকায় গড়ে উঠেছিল?
ক. শ্রীমঙ্গল, মৌলভীবাজার
খ. রৌমারি, কুড়িগ্রাম
গ. রাউজান, চট্টগ্রাম
ঘ. ভালুকা, ময়মনসিংহ
উত্তর : খ. রৌমারি, কুড়িগ্রাম
১৪. ‘বৈশ্বিক ক্ষুধাসূচক ২০২৪’–এর তথ্য অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ মানুষ অপুষ্টির শিকার?
ক. ১১.৯%
খ. ১২.২%
গ. ১৩.৫%
ঘ. ৯.৭%
উত্তর : ক. ১১.৯%
১৫. সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকারপ্রধান-
ক. মোহাম্মদ আল জোলানি
খ. আনাস হাক্কানি
গ. মোহাম্মদ আল–বশির
ঘ. আবদুল কাসিম
উত্তর : গ. মোহাম্মদ আল–বশির
১৬. ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের-
ক. জাহানারা আলম
খ. নিগার সুলতানা
গ. নাহিদা আক্তার
ঘ. শারমিন আখতার
উত্তর : খ. নিগার সুলতানা
১৭. বাংলাদেশে চতুর্থ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হবে-
ক. ১৫-২০ ডিসেম্বর
খ. ২০-২৫ ডিসেম্বর
গ. ১-১৫ ডিসেম্বর
ঘ. ১০-২৬ ডিসেম্বর
উত্তর : ঘ. ১০-২৬ ডিসেম্বর
১৮. প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রোহিঙ্গা সমস্যাবিষয়ক বিশেষ প্রতিনিধি-
ক. ড. খলিলুর রহমান
খ. আবু হাসান মুহাম্মদ তারেক
গ. গোলাম কিবরিয়া
ঘ. মো. মোজাম্মেল হক
উত্তর : ক. ড. খলিলুর রহমান
১৯. BIMSTEC–এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. কাঠমান্ডু, নেপাল
খ. কলোম্বো, শ্রীলঙ্কা
গ. ঢাকা, বাংলাদেশ
ঘ. ব্যাংকক, থাইল্যান্ড
উত্তর : গ. ঢাকা, বাংলাদেশ
২০. বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম-
ক. দ্য স্ট্যান্ডার্ড বিয়ারার
খ. সালভাদর মুন্ডি
গ. দ্য উইমেন অব আলজিয়ার্স
ঘ. ইন্টারচেঞ্জ
উত্তর : খ. সালভাদর মুন্ডি
*নওশিন সাদিয়া, শিক্ষার্থী