বিসিএস কোচিং–সংশ্লিষ্ট পরীক্ষকদের নিয়ে বিব্রত পিএসসি

সরকারি কর্ম কমিশন
ছবি: প্রথম আলো

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পরীক্ষক হিসেবে আছেন কিন্তু বিসিএস কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত, এমন ব্যক্তিদের নিয়ে বিব্রত পিএসসি। সম্প্রতি কয়েকজন পরীক্ষকের বিষয়ে বিসিএস কোচিংয়ে সংশ্লিষ্ট থাকার অভিযোগ ওঠার পর এ বিষয়টি সামনে এসেছে। এই ব্যক্তিদের সতর্ক করা হতে পারে বলে জানিয়েছে পিএসসি–সংশ্লিষ্ট একাধিক সূত্র।

পিএসসি সূত্র জানায়, কোচিং সেন্টারে নিয়মিত ক্লাস নেন, এমন কয়েকজন পরীক্ষকের বিষয়ে অভিযোগ এসেছে পিএসসিতে। অভিযোগ আছে, তাঁরা বিসিএসের বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নেন ও মক ভাইভায় মৌখিক পরীক্ষা নেন। এই ব্যক্তিদের কেউ কেউ বিসিএসের প্রশ্ন তৈরি বা খাতা দেখা কিংবা ভাইভা বোর্ডে থেকে পিএসসির নানা কাজে যুক্ত থাকেন। এই ব্যক্তিদের মধ্যে কয়েকজনের নাম পিএসসিতে জমা পড়েছে। এখন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত জমা না পড়লেও পিএসসি তাঁদের সতর্ক করতে পারে বলে জানা গেছে।

জানতে চাইলে পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছে, আমাদের কয়েকজন পরীক্ষক যাঁরা প্রশ্নপত্র তৈরি, লিখিত পরীক্ষার খাতা দেখা, এমনকি ভাইভা বোর্ডে থাকেন, তাঁরা বিভিন্ন কোচিংয়ে ক্লাস নেন। এটা তো নৈতিকভাবে ঠিক না। আপনি যেখানে কনফিডেনশিয়াল কাজে অংশ নেবেন আবার সেই কাজের সহায়ক কোচিং সেন্টারে পড়াবেন, এটা তো হতে পারে না। আমরা এই ব্যক্তিদের নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছি। তাঁরা সম্মানিত ব্যক্তি, তাঁদের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেওয়াটা ভালো দেখায় না।’ তবে তাঁদের মৌখিকভাবে সতর্ক করা হতে পারে বলে জানান ওই সদস্য। তবে কোন ব্যক্তি বা কারা বিসিএসের পরীক্ষক হিসেবে থাকার পরও কোচিংয়ে ক্লাস নিচ্ছেন, সে তালিকার বিস্তারিত বা তাঁদের কারও নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন ওই সদস্য।

খোঁজ নিয়ে জানা গেছে, অতীতে পিএসসির কাজে যুক্ত থাকা ব্যক্তিরা কোনো কোচিং সেন্টারে সেভাবে ক্লাস নিতেন না। বিসিএসের চাকরি তরুণদের মধ্যে জনপ্রিয় হওয়ার পর থেকে বিসিএসকেন্দ্রিক অনেক কোচিং সেন্টার গড়ে ওঠে। একটি কোচিং সেন্টার আরেকটিকে পাল্লা দিতে ও চাকরিপ্রার্থীদের টানতে নানা চমকপ্রদ অফার নিয়ে হাজির হয়। এই অফারের অংশ হিসেবে কিছু কোচিং সেন্টার পিএসসিকেন্দ্রিক পরীক্ষকদের ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া বিভিন্ন বিসিএসে ভালো করেছেন বা ক্যাডার হিসেবে কর্মরত আছেন, এমন ব্যক্তিরা অহরহই বিসিএস কোচিংয়ে ক্লাস নিচ্ছেন বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি কোচিং সেন্টারের মালিক বলেন, ‘আমরা সাধারণত বিসিএস ক্যাডারদের দিয়ে ক্লাস নেওয়াই। কারণ, এতে চাকরিপ্রার্থীরা উৎসাহিত হন ও আত্মবিশ্বাসী হন। তবে আমরা পিএসসি–সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে দিয়ে ক্লাস নেওয়াই না, যা কিছু কিছু কোচিং সেন্টার করছে।’ তবে কারা করছে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।