জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন ২০তম গ্রেডের অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষার সমসয়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬০২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ৮ ও ৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রাজধানীর কাকরাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রধান কার্যালয়ে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রথম দিন ৩০০ জন ও দ্বিতীয় দিনে ৩০২ প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে। মৌখিক পরীক্ষার জন্য সব সনদের মূল কপি ও এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে দেখা যাবে।