মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িং ১৭ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। এই কর্মী সংখ্যা কোম্পানিটির সারা বিশ্বের মোট কর্মীর ১০ শতাংশ।
এ ছাড়া কোম্পানিটি তাদের নির্মিত ৭৭৭এক্স জেটের প্রথম সরবরাহও নির্ধারিত সময়ের চেয়ে এক বছর দেরি করবে। আর তৃতীয় ত্রৈমাসিকে ৫০০ কোটি ডলার লোকসান করে রেকর্ড করবে। বিশ্বের অন্যতম বড় এই উড়োজাহাজ নির্মাতা কোম্পানির পরিস্থিতি গত কয়েক বছর ধরেই খারাপ। একের পর এক ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে কোম্পানিটি।
বেতন বাড়ানোর দাবিতে গত এক মাস ধরে চলা কর্মীদের কর্মবিরতিতে আরও নাজুক হয়ে পড়েছে এই কোম্পানি। এমন পরিস্থিতিতে কোম্পানিটি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল।
বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেলি ওর্টবার্গ কর্মীদের উদ্দেশ করে এক বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ৩৩ হাজার কর্মী ধর্মঘট করছেন। এ কারণে ৭৩৭ ম্যাক্স, ৭৬৭ ও ৭৭৭এক্স জেটের উৎপাদন হয়ে আছে। আর্থিক ক্ষতির এই বাস্তবতার সঙ্গে সমন্বয় করার করার জন্য কর্মীসংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস করা প্রয়োজন।
ওর্টবার্গ বলেন, ‘আমাদের আর্থিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার জন্য কর্মশক্তির স্তরগুলো আবারও বিন্যাস করেছি৷ আগামী মাসগুলোতে আমাদের মোট কর্মীবাহিনীর আকার প্রায় ১০ শতাংশ কমানোর পরিকল্পনা করছি। এই হ্রাসের মধ্যে নির্বাহী, ব্যবস্থাপক ও কর্মচারীরা থাকবেন।’
গ্রেট হিল ক্যাপিটালের ইক্যুইটি ম্যানেজার টমাস হেইস বলেছেন, এই ছাঁটাই কর্মীদের ধর্মঘট বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করতে পারে।
এক ই–মেইল বার্তায় তিনি বলেন, ‘ধর্মঘটে অংশ নেওয়া অস্থায়ী কর্মীরা চাকরি হারাতে চান না। আমার ধারণা, আগামী এক সপ্তাহের মধ্যে এই ধর্মঘটের সমাধান করা হবে। কারণ, ছাঁটাই হতে যাওয়া ১৭ হাজার শ্রমিকের মধ্যে কেউ নিজের নাম দেখতে চাইবেন না।’