১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এনামুল কাদের খান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. এনামুল কাদের খান প্রথম আলোকে বলেন, ‘১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছি। অনুমতি পেলেই আমরা দ্রুত সময়ের মধ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করব। মন্ত্রণালয়ের অনুমতি যখন পাওয়া যাবে, তখনই আমরা বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করব।’
এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিছু বিষয়ের একই কোড রয়েছে ও কিছু বিষয়ে অস্পষ্টতা ছিল, যা আগের নিবন্ধনের নিয়োগে জটিলতা তৈরি করেছিল। এসব বিষয় সমাধানের কাজ শেষ করা হয়েছে। এখন দ্রুতই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান প্রথম আলোকে বলেন, ‘গত নিয়োগের সময় দেখা গেছে কিছু বিষয়ের একই কোড রয়েছে। আমরা সেই কোডগুলো পরিবর্তনের চেষ্টা করেছি। কেননা, কম্পিউটার সেটি আলাদা করতে পারে না। এ জন্য জটিলতা হয়, যা নিয়োগের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে। এ ছাড়া কিছু বিষয়ের অস্পষ্টতাও নিয়োগ কার্যক্রমের গতি কমিয়ে আনতে পারে, সেগুলো দূর করার জন্য আমাদের কর্মকর্তারা কাজ করেছেন।’
পরীক্ষাপদ্ধতিতে কোনো পরিবর্তন আসছে কি না—জানতে চাইলে এনামুল কাদের খান বলেন, ‘পরীক্ষা পরিবর্তনের কাজ অত্যন্ত জটিল। এটি করতে বিধিমালা পরিবর্তন করতে হয়। সে ধরনের কোনো সম্ভাবনা নেই। তাই পরীক্ষাপদ্ধতি পরিবর্তন হচ্ছে না।’
কতটি পদ শূন্য, তা জানতে চাইলে এনামুল কাদের খান বলেন, ‘আমরা এ বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা জানাই না, আমরাও সংগ্রহ করি না। বিধিমালা অনুসারে লিখিত পরীক্ষার আগে আমরা শূন্য পদের চাহিদা চেয়ে পাঠাই। সেগুলো যাচাই-বাছাই করে শূন্য পদের সংখ্যা আমরা প্রকাশ করি। সেভাবেই নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু হয়।’