বেবিচকের চার পদের এমসিকিউ পরীক্ষা ১৭ নভেম্বর

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চারটি পদের এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো এরোড্রাম সহকারী, স্যানিটারি ইন্সপেক্টর, সহকারী প্রকৌশলী (সিভিল) ও সহকারী প্রকৌশলী (ই/এম)।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চার পদের এমসিকিউ পরীক্ষা ১৭ নভেম্বর বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে। রাজধানীর পাঁচটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

চার পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৫৯৪। আবেদনকারী প্রার্থীদের মুঠোফোনে ইতিমধ্যে পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র সংগ্রহের জন্য নির্দেশনা পাঠানো হয়েছে।

এই পদগুলোর জন্য ইতিপূর্বে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের অনুকুলে ইস্যুকৃত প্রবেশপত্র বাতিল করা হয়েছে। তাই প্রার্থীদের নতুনভাবে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ইস্যুকৃত প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষার সময় নিয়ে আসতে হবে।

এমসিকিউ পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এখানে